সিটিকে হারিয়ে ব্যবধান বাড়াল লিভারপুল, জয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সিটিকে হারিয়ে ব্যবধান বাড়াল লিভারপুল, জয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল

অসংখ্য আক্রমণ করেও লিভারপুলের জালে বল ঢুকাতে পারেনি ম্যানচেস্টার সিটি। উল্টো নিজেদের জালে ঢুকল দুইবার। আর এতেই ইংলিশ চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষস্থান আরো সুসংহত হলো আর্নে স্লটের দলের। 

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুল জয় পেয়েছে ২-০ গোলে।

মোহাম্মদ সালাহর গোল লিড নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোসলাই। লিগে ২৭ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে চতুর্থ স্থানেই আছে সিটি, তাদের পয়েন্ট ৪৪।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল।

আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কর্নারে কাছের পোস্টে খুঁজে নিলেন সোবোসলাইকে। তার ফ্লিকে পেনাল্টি স্পটের কাছ বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন সালাহ। চলতি আসরে এটি সালাহর ২৫তম গোল। ৬ গোল কম নিয়ে তালিকার দু্ইয়ে আর্লিং হালান্ড।

৩৭ মিনিটে ব্যবধান ২-০ করে লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নেন সোবোসলাই। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণে প্রবল চাপ তৈরি করে সিটি। তবে প্রতি-আক্রমণে লিভারপুল ৫৬তম মিনিটে আবারো সিটির জালে বল পাঠায়। তবে অফসাইডে সে যাত্রায় বেঁচে যায় সিটি।

বাকি সময়েও আক্রমণ করে খেল যায় সিটি। কিন্তু ভাঙতে পারেনি লিভারপুলের জমাট রক্ষণ। তাতেই হার নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার দলকে। 

রিয়াল ২-০ জিরোনা

লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর অবশেষে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। বিরতির আগে-পরে একবার করে লক্ষ্যভেদ করে তারা সহজেই হারাল জিরোনাকে।

ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে ২-০ গোলে জিতেছে রিয়াল। ৪১তম মিনিটে লুকা মদ্রিচের দূরপাল্লার চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রদ্রিগোর কর্নার প্রতিহত হওয়ার পর ডি-বক্সের অনেক বাইরে বল পেয়ে যান তিনি। বুক দিয়ে তা নামিয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ে নেন জোরাল শট। হাওয়ায় ভাসা বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে এড়িয়ে জড়ায় জালে। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। পাল্টা আক্রমণে এমবাপ্পের পাসে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান তিনি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। 

মন্তব্য

সম্পর্কিত খবর

মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মেসিকে নিয়ে সুখবর দিলেন মায়ামি কোচ

চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটির স্কোয়াডে তিনি ছিলেন না লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার কাছাকাছি আছেন তিনি। এরই মধ্যে মায়ামির অনুশীলনেও ফিরেছেন। 

শনিবার তাদের লড়াই ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে।

ম্যাচের আগে আশার কথা শোনালেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। ‘লিও ভালো আছে, ঠিকভাবেই সব কিছু করছে। অস্বাভাবিক কিছু না হলে ম্যাচের রোস্টারে তার নাম থাকবে।’

শুরুর একাদশে মেসিকে নামানো হবে কি না, সেটি অবশ্য নিশ্চিত করেননি কোচ।

সর্বশেষ গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এর পর থেকে আর মাঠে দেখা যায়নি তাকে। 

মেজর লিগ সকারে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিনে আছে মায়ামি। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

মন্তব্য

বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল নেপাল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিল নেপাল
স্টুয়ার্ট ল। ছবি : আইসিসি

নেপালের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন স্টুয়ার্ট ল। দুই বছরের জন্য মন্টি দেশাইয়ের বদলি হিসেবে দায়িত্ব পাচ্ছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

সবশেষ আমেরিকা দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা ও পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গায় করে নিয়েছিল যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল তারা। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস বাদেই চাকরি হারান অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার। 

এর আগে বাংলাদেশ যুবা দলের প্রধন কোচের দায়িত্বও পালন করেছেন ল। এ ছাড়া শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন দায়িত্বেও ছিলেন।

তার অধীনেই ২০১২ সালে প্রথম এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও কাজ করেছেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের ব্যাটিং কোচের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্বেও ছিলেন স্টুয়ার্ট ল।

সম্প্রতি দেশাইয়ের অধীনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নেপাল।

আগামী জুনে বিশ্বকাপ লিগ ‍২ সূচিতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট টেবিলে শেষ থেকে দুইয়ে আছে নেপাল। 
এমন অবস্থায় দেশাইকে সরিয়ে স্টুয়ার্ট লকে নিয়োগ দিলো দেশটির ক্রিকেট বোর্ড। 

মন্তব্য

২২ রান তুলতেই নেই ৭ উইকেট, হারল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
২২ রান তুলতেই নেই ৭ উইকেট, হারল পাকিস্তান
ছবি : এএফপি

৩৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই ছিল পাকিস্তান। ২৪৯ রানের মাথায় যখন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বাবর আজম আউট হলেন, তখন জয়ের জন্য ৬৮ বলে ৯৬ রান দরকার পাকিস্তানের। হাতে ৬ উইকেট। তবে শেষ ২২ রান তুলতেই সবকটি উইকেট ২৭১ রানে অলআউট হয় রিজওয়ানের দল।

তাতেই নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হার জুটেছে ৭৩ রানের।  

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যানের ১৯৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৭৬ রানে মিচেল বিদায় নিলেও ঠিকই সেঞ্চুরি তুলে নেন চ্যাপম্যান।  ১১১ বলে ১৩২ রান করেন তিনি।

আর শেষ দিকে অভিষিক্ত মোহাম্মদ আব্বাসের ২৬ বলে ৫২ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলে নিউজিল্যান্ড।

রান তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও আবদুল্লাহ শফিক মিলে ১২.৪ ওভারে ৮৩ করে ভালো শুরু এনে দেয় পাকিস্তানকে। ৩৩ বলে ৩৯ রান করেন উসমানের বিদায়ের পর ৫ রান যোগ করতেই ফেরেন শফিক। ৩৬ রান করেছেন তিনি।

এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বাবর ৭৬ রানের জুটি গড়েন। রিজওয়ান ৩০ রান করে ফিরলে সালমানকে নিয়ে বাবর গড়েন ৫৯ বলে ৮৫ রানের জুটি। এই জুটিই মূলত পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়। তবে বাবরের বিদায়ের পর পাকিস্তানের ইনিংসে নামে নাটকীয় ধস। হুড়মুড় করে ভেঙে পড়ে উইকেট।
৩৪ বলের মধ্যে ২২ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ২৭১ রানে। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের শেষ ছয়জন মিলে করেন স্রেফ ৩ রান। 

মন্তব্য

দোরিভালের বিদায়ে আলোচনায় যাদের নাম

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দোরিভালের বিদায়ে আলোচনায় যাদের নাম
দোরিভাল জুনিয়র। ছবি : এএফপি

আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক হারের পর ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে যে, ‘কোচ দোরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নেই। বোর্ড তাকে (দোরিভাল) ধন্যবাদ জানাচ্ছে এবং তার ক্যারিয়ারের সাফল্য কামনা করছে ... সিবিএফ তার স্থলাভিষিক্ত খুঁজে বের করতে কাজ করবে।’

২০২৪ সালের জানুয়ারিতে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রধান কোচের দায়িত্ব নেন ৬২ বছরের দোরিভাল।

তবে ১৫ মাসের বেশি স্থায়ী হতে পারেননি তিনি। গত বছরের মার্চে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নিজের যাত্রা শুরু করা দোরিভাল ১৬ ম্যাচে সেলেসাওদের ডাগআউটে দাঁড়িয়ে ৭ জয় এবং ৭ ড্রয়ের পাশাপাশি হেরেছেন ২টি ম্যাচ। ২৫ গোল দেওয়ার বিপরীতে হজম করেছে ১৭ গোল। এর মধ্যে আছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায়ের ব্যর্থতাও।
 

দোরিভাল জুনিয়রের বিদায়ের পর ব্রাজিল কোচের উত্তরসূরি কে হবেন তা নিয়েও আলোচনা চলছে। এই তালিকায় সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তিকে অবশ্য অনেক দিন ধরেই নাকি পেতে আগ্রহী ব্রাজিল ফুটবল ফেডারেশন।  যদিও এই কোচের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে এই মৌসুমের শেষ পর্যন্ত।

 

পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসও। জেসুস বর্তমানে আল হিলালের কোচের দায়িত্বে আছেন। তবে শেষ পর্যন্ত কে কোচ হবেন, সেটা জানতে আরো কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ