ম্যাথু ওয়েড গুজরাট টাইটান্সের সহকারী কোচ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ম্যাথু ওয়েড গুজরাট টাইটান্সের সহকারী কোচ
ম্যাথু ওয়েড। ছবি : বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আগে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিযুক্ত করেছে গুজরাট টাইটান্স। ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘আমরা শনিবারের (গতকাল) এই চমকটি পছন্দ করি, ওয়েডি। সহকারি কোচ হিসেবে স্বাগত।

২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাটের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন ওয়েড। সেই আসরে দলটির হয়ে ঋদ্ধিমান সাহার সঙ্গে নিয়মিত ইনিংসের সূচনা করতেন তিনি। আইপিএলের গত মৌসুমে, অর্থাৎ ২০২৪ সালে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন এই উইকেটরক্ষক, আর সব মিলিয়ে ১৫টি। তার মধ্যে ১২টি খেলেছেন গুজরাটের হয়ে।

 

অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি এক দিনের আন্তর্জাতিক এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েডের। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৪৬৮২। উইকেটরক্ষক হিসাবে তার ডিসমিসাল সংখ্যা ২৬৬।

২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল,  ২৫ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

পিএসএলের অনাপত্তিপত্র চাননি লিটন-রিশাদরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
পিএসএলের অনাপত্তিপত্র চাননি লিটন-রিশাদরা
তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা ।

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল থেকে। তবে গতকাল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড কিছুই জানে না।

তিন ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা এখনো বোর্ডের কাছে টুর্নামেন্টটি খেলতে অনাপত্তিপত্রের জন্য লিখিত আবেদন করেননি।

তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তাঁরা মৌখিকভাবে ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনো কোনো সাড়া পাননি। টুর্নামেন্টটি খেলতে জটিলতার কারণ একটিই, একই সময়ে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে দুটি টেস্ট ম্যাচ আছে।

টেস্ট দলের দুই নিয়মিত মুখ পেসার নাহিদ ও উইকেটকিপার-ব্যাটার লিটনকে ছাড়পত্র দেওয়া নিয়েই মূলত দ্বিধাদ্বন্দ্বে আছে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদের কথায়ও ব্যাপারটা পরিষ্কার। গতকাল বিসিবির ইফতার অনুষ্ঠানে তিন ক্রিকেটার পিএসএলে খেলার ছাড়পত্র পাবেন কি না এমন প্রশ্নে ফারুক বলেছেন, ‘ওরা কেউ আবেদন করেনি। আমি গত পরশু (বৃহস্পতিবার) পর্যন্ত যতটুকু জানি।

আবেদন করলে তখন আমরা ভেবে দেখব।’

আবেদন করলে খেলতে দেওয়া হবে কি না এমন প্রশ্নেও অবশ্য ‘যদি’, ‘কিন্তু’ রেখে দিয়েছেন ফারুক। তাঁর কথা, ‘আবেদন করলে পরে আমরা সিদ্ধান্ত নেব।’ নাহিদ, লিটন ও রিশাদকে যথাক্রমে দলে নিয়েছে পেশোয়ার জালমি, করাচি কিংস এবং লাহোর কালান্দার্স।

মন্তব্য

বাবর-রিজওয়ানবিহীন পাকিস্তান উড়ে গেল নিউজিল্যান্ডের কাছে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাবর-রিজওয়ানবিহীন পাকিস্তান উড়ে গেল নিউজিল্যান্ডের কাছে
ছবি : এএফপি

পাকিস্তানকে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে  ১-০-তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথমে ব্যার্টি করতে নেমে সালমান আগার দল গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। জবাবে ৯ উইকেট আর ৫৯ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় কিউইরা।

ক্রাইস্টচার্চে আজ টসে হেরে ব্যাটিং করতে নেমে শূন্য রানে দুই উইকেট হারায় পাকিস্তান।

১ রান তুলতেই যায় ৩ ও ১১ রানে হারায় চতুর্থ উইকেট। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক সালমান আগা ও খুশদিল শাহ মিলে তোলে ৪৬ রান। ওয়ানডে মেজাজে ২০ বলে ১৮ রানের ইনিংস খেলে অধিনায়ক নেওয়ার পর ৩০ বলে ৩২ রান করে আউট হন খুশদিল। দুই জনের আউটের পর জাহানদাদ খানের ১৭ রানের ইনিংসে ভর করে ১৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ৯১ রান করে পাকিস্তান।
 

জ্যাকব ডাফি উইকেট নিয়েছেন ১৪ রানে ৪টি, কাইল জেমিসন ৮ রানে ৩টি। ২টি ইশ সৌদির। 

জবাবে ফিন অ্যালেন ও টিম সাইফার্টের ৫.৫ ওভারে ৫৩ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। সাইফার্ট ৪৪ রান করে ফিরলেও অ্যালেন ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

১৫ বলে ১৮ রান করে অ্যালেনকে সঙ্গ দেন টিম রবিনসন। 

৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৮ মার্চ।

মন্তব্য
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ

ফাইনালে আজ লারার মুখোমুখি টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফাইনালে আজ লারার মুখোমুখি টেন্ডুলকার
ছবি : সংগৃহীত

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। সর্বকালের অন্যতম সেরা সেই দুই ব্যাটসম্যান। নব্বইয়ের দশকে কে সেরা প্রশ্নে বড় ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল সময়ের দুই সেরা ব্যাটারের। শচীন জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন প্রায় এক যুগ আগে।

আর লারা শেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০০৭ সালে। খেলোয়াড় হিসেবে এই দুই ব্যাটসম্যান আজ আবার মুখোমুখি হচ্ছেন ক্রিকেট মাঠে।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে যে মুখোমুখি হবে টেন্ডুলকার ও লারার দল। ভারতের রায়পুরে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় টেন্ডুলকারের নেতৃত্বে ভারত মাস্টার্স লড়বে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বিপক্ষে।

আরো পড়ুন
হামজার অপেক্ষায় পুরো বাংলাদেশ

হামজার অপেক্ষায় পুরো বাংলাদেশ

 

সেমিফাইনাল অস্ট্রেলিয়া মাস্টার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত মাস্টার্স। অন্যদিকে লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স শেষ চারে হারায় শ্রীলঙ্কাকে। লিগ পর্বের দেখায় টেন্ডুলকারদের কাছে ৭ রানে হেরেছিলেন লারারা। লিগ পর্বের সেই ম্যাচে লারা খেললেও ছিলেন না টেন্ডুলকার।

ভারত ম্যাচটি খেলে যুবরাজ সিংয়ের নেতৃত্বে। 

আরো পড়ুন
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সিমন্স

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সিমন্স

 

ভারত মাস্টার্সের হয়ে পাঁচ ম্যাচে এক ফিফটিতে ১৫৬ রান করেছেন টেন্ডুলকার। অন্যদিকে লারা চার ম্যাচ খেলে ১০৭ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের।

মন্তব্য

হামজার অপেক্ষায় পুরো বাংলাদেশ

রানা শেখ
রানা শেখ
শেয়ার
হামজার অপেক্ষায় পুরো বাংলাদেশ
ছবি : হামজা চৌধুরীর ফেসবুক থেকে

‘স্যরি, আপনার কল ধরতে একটু দেরি হলো। হামজার ব্যাপারে একটা মিটিংয়ে ছিলাম’—এভাবেই ব্যস্ততার কথা শুনিয়েছেন হামজা চৌধুরীর বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। লাল-সবুজের জার্সিতে ছেলে খেলতে আসবে। পৈতৃক ভিটায় হামজা আসছেন ১৭ মার্চ।

এ উপলক্ষে ইংল্যান্ড থেকে সপ্তাহ তিনেক আগেই বাংলাদেশে চলে এসেছেন তাঁর বাবা। এরপর ব্যস্ততার মধ্যে ঢুকে পড়তে হয়েছে মোর্শেদ দেওয়ানকে। হবিগঞ্জে হামজার আগমনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন মোর্শেদ দেওয়ান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সঙ্গে স্থানীয় প্রশাসনকেও নিরাপত্তার বিষয়ে অবহিত করেছেন তিনি।

আরো পড়ুন
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সিমন্স

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সিমন্স

 

আজ ইংল্যান্ড সময় দুপুরে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা। আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। ইংল্যান্ড থেকে তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী, তিন সন্তান, মা, দুই ভাইসহ ৯ জন আসছেন। হামজা এর আগেও হবিগঞ্জে এসেছেন।

কিন্তু এবারের আগমন বিশেষ বলা যায়। একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশের হয়ে খেলতে আসছেন যে তিনি। বাবা মোর্শেদ দেওয়ানের মধ্যেও তাই রোমাঞ্চ খেলে যাচ্ছে, ‘আমার জন্য সত্যি বিশেষ ব্যাপার। এবার খানিকটা অন্য রকম অনুভূতি হচ্ছে আমার। শুধু আমার ছেলে হয়ে এবার আসছে না, পুরো বাংলাদেশের হয়ে খেলতে আসছে।

আমার ভালো লাগা যেমন আছে, তেমনি ভয়ও লাগছে কিছুটা।’ কী সেই ভয়? তিনি বলেছেন, ‘সবাই ভাবছে হামজা আসছে, এবার শুধু আমরা জিতব। ভারতকে হারিয়ে দেব। আমিও বিশ্বাস করি, এবার ভারতকে হারাতে পারব। যদি না জিততে পারি তাহলে তো সমালোচনা হবে। এটা নিয়েই ভয় লাগা কাজ করছে। তবে সব ম্যাচ জিতব বা করব এমনটা ভাবা যাবে না। হামজাকে নিয়ে যেন বাংলাদেশের ফুটবল কিভাবে এগিয়ে নিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।’

সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। আগামীকাল সেখানে পরিবারের সঙ্গে রাত কাটাবেন তিনি। পরের দিনের অনেকটা সময়ও গ্রামের বাড়িতেই থাকবেন হামজা। এরপর দিনের শেষ ফ্লাইট ধরে ঢাকায় এসে যোগ দেবেন দলের সঙ্গে। ১৯ মার্চ দুপুরে টিম হোটেলে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে হবে দলীয় ফটোসেশন। এরপর বিকেল অথবা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা ও ইংলিশ লিগ মাতানো ফুটবলার আসার খবরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখছেন মোর্শেদ দেওয়ান। আত্মীয়-স্বজনও হামজার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি, ‘আমার পরিবার, আত্মীয়-স্বজনের সবাই খুব উচ্ছ্বসিত। বাড়িতে খুব বড় কোনো আয়োজন রাখছি না। যেহেতু অল্প সময়ের জন্য আসছে। স্থানীয়দের মধ্যেও অনেক আগ্রহ দেখছি। অনেক মানুষের সমাগম হবে। এতে পরিস্থিতি অন্য রকম হতে পারে। কিভাবে সব কিছু সামাল দেব সেটাও ভাবতে হচ্ছে। তবে প্রশাসন সব সময় তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে নিশ্চয়তা দিয়েছে।’ জানা গেছে, হামজাকে বরণ করে নিতে স্থানীয় খুদে ফুটবলাররা ক্রেস্ট ও ফুল নিয়ে অপেক্ষায় থাকবে।

হামজাবরণে হবিগঞ্জে সাজ সাজ রব

হামজার নিরাপত্তা নিশ্চিতে সর্বদা নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এত কাছ থেকে তারকা ফুটবলারকে দেখতে পাবেন ভেবে বাড়তি ভালো লাগা কাজ করছে বাহুবল থানার ওসি মশিউর রহমানের, ‘আমরা জেনেছি তিনি আসছেন। আমাদের সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমি গর্বিত তাঁর মতো একজন খেলোয়াড়ের অঞ্চলের মানুষ হতে পেরে। তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলা মানে তো বিশাল ব্যাপার!’

শুধু হামজার পরিবার কিংবা হবিগঞ্জের মানুষ নয়, পুরো বাংলাদেশই এখন হামজার অপেক্ষায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ