<p>একটি ফুটবল ম্যাচের পরে আমস্টারডামে শুরু হওয়া সংঘর্ষে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ৬২ জনকে গ্রেপ্তার করা হয় বলে দেশটির পুলিশ গতকাল শুক্রবার জানিয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন, ইসরায়েলি ফুটবল ভক্তরা নেদারল্যান্ডসের আমস্টারডামে হামলা ও মারধরের শিকার হন।</p> <p>গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ম্যাকাবি তেল আবিব এবং ডাচ দল অ্যাজাক্সের মধ্যে ‘ইউরোপা লিগ সকার’ খেলার পর একাধিক সহিংস ঘটনা ঘটে। আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলায় ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডাম ৫-০ গোলে জয়ী হয়। খেলা শেষে রাতে ওই এলাকায় সংঘাত শুরু হয়।</p> <p>আমস্টারডাম পুলিশ এক্স-এ একটি পোস্টে বলেছে, ‘আমস্টারডামে গত রাতের ঘটনা সম্পর্কে বেশ কয়েকটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ </p> <p>পুলিশ জানিয়েছে, ‘পুলিশ একাধিক সহিংস ঘটনার একটি বড় তদন্ত শুরু করেছে।’ তারা আরো জানায, ‘পুলিশ নিখোঁজ হওয়া কয়েকজন ব্যক্তিদের সম্পর্কে জানতে পেরেছেন কিন্তু বর্তমানে এটি আসলেই ঘটেছে কিনা, তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’</p> <p>ইসরায়েলি এবং ডাচ নেতারা ‘অ্যান্টসেমিটিক’ সহিংসতার নিন্দা জানিয়েছেন। এদিকে আমস্টারডামের কেন্দ্রে ইসরায়েলি ফুটবল ভক্তদের বিরুদ্ধে সহিংস হামলার পর ডাচ রাজা বলেছেন, ‘নেদারল্যান্ডসেকে ইহুদি জনগণ নিরাপদ মনে করবে, এমনটা হওয়া উচিত।’</p> <p>উইলেম-আলেকজান্ডার আরো বলেন, ‘ কীভাবে মানুষকে ভয় দেখানোটা খারাপ থেকে আরো খারাপের দিকে যায়, আমাদের ইতিহাস আমাদের এটাই শিখিয়েছে। ‘ইহুদি বিরোধী’ আচরণ আমাদের কাম্য নয়।’</p> <p>সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ম্যাকাবি সমর্থকদের গাজায় ইসরায়েলি হামলার প্রশংসা এবং আরবদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেলে বৃহস্পতিবার রাতের ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। তবে সেই ভিডিওগুলোও কখন ধারণ করা হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সিএনএন-এর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। </p> <p>পুলিশ এক্স মাধ্যমে এক বিবৃতিতে আমস্টারডামের কেন্দ্রে একটি ফিলিস্তিনি পতাকা ভেঙে ফেলার ঘটনাও উল্লেখ করেছে। তবে এই কাজটি কারা করেছে তা এখনো অজানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রাস্তায় চলমান সংঘাত থামাতে চেষ্টা করছে পুলিশ। এতে কিছু হামলাকারীকে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে দেখা যায়।</p> <p>আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইসরায়েলি ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় ব্যথিত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা।’</p> <p>এ ঘটনার পর ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ বুদাপেস্টে ইইউ নেতাদের একটি শীর্ষ সম্মেলন থেকে তাড়াতাড়ি ফিরে আসেন। এরপর তিনি জানান,  <br /> অপরাধীদের খুঁজে বের করে বিচার করা হবে। গত বৃহস্পতিবার রাতের এই সহিংসতার নিন্দা করেছে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের সময় নেদারল্যান্ডসের তিন-চতুর্থাংশ ইহুদি লোককে হত্যা করা হয়েছিল। </p> <p>প্রধানমন্ত্রী ডিক শুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ এক পোস্টে লিখেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদিবিদ্বেষী হামলার ঘটনায় তিনি ভীত। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এরই মধ্যে শুফ নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন।</p> <p>এদিকে হামলাকে ‘প্রচণ্ড সংঘাতময় ঘটনা’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আক্রান্ত ইসরায়েলি ফুটবল সমর্থকদের ফিরিয়ে আনতে নেদারল্যান্ডসে দুটি বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেদারল্যান্ডসে ইহুদিবিদ্বেষ বেড়েছে। স্থানীয় অনেক ইহুদি সংগঠন ও স্কুল হুমকি ও ঘৃণামূলক চিঠি পাওয়ারও অভিযোগ করেছেন।</p> <p>সূত্র: সিএনএন, বিবিসি</p>