<p>সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রের ডিপোতে বিস্ফোরণে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল রবিবার এ বিস্ফোরণ ঘটনা ঘটে। সংস্থা এএফপি-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়। বাশার আল-আসাদের পতনের পর গরিব ও নিম্ন শ্রেণির অনেক মানুষ বিক্রয়যোগ্য ধাতুর সন্ধানে সামরিক স্থাপনাগুলোতে ঢুকে পড়েছিল। এই বিস্ফেরণে তাদের মধ্যে কেউ কেউ নিহত হতে পারেন।</p> <p><span style="font-size:1.25rem">সিরিয়ার ২৪ বছরের স্বৈরশাসক বাশার আল-আসাদ। এর কয়েক সপ্তাহ পর দেশটিতে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল। গত ৮ ডিসেম্বর তিনি ক্ষমতাচ্যুত হন।</span></p> <p>সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আদ্রার শিল্প এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী এখানে ‘হামলা’ চালিয়েছে। তবে ইসরায়েলের একটি সামরিক সূত্র এএফপিক বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকায় কোনো হামলা চালায়নি।</p> <p>ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, ‘আমরা এই এলাকায় আইডিএফের (সেনাবাহিনী) হামলার বিষয়ে অবগত নই। আইডিএফ এই এলাকায় কোনও হামলা চালায়নি।’</p> <p>নাম প্রকাশে অনিচ্ছিুক একজন কর্মকর্তা বলেন, ‘কোথায় থেকে হামলা হয়েছে আমরা জানি না। হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। কত মানুষ হতাহত হয়েছে বলা কঠিন। উদ্ধার অভিযান চলছে।’</p> <p>অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আদ্রা এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের একটি অস্ত্রের ডিপোতে ইসরায়েলি হামলায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।’ নিহতরা বেশিরভাগই বেসামরিক নাগরিক।</p> <p>সূত্র : এএফপি</p> <p> </p>