<p>যৌন কেলেঙ্কারি ঢাকতে ঘুষ দিয়ে সেই তথ্য গোপন করার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল নিউ ইয়র্কের আদালতে। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনো ফৌজদারি মামলার বিচারে হাজির হয়ে লজ্জার ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। এবার সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি। ম্যানহাটনের ১২ বিচারকের প্যানেল গত বৃহস্পতিবার সর্বসম্মতভাবে ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অভিযোগে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছেন। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবেন আদালত। মার্কিন আইন অনুযায়ী ট্রাম্পের জেল বা জরিমানা অথবা একসঙ্গে দুই-ই হতে পারে। এই মামলায় যদি ট্রাম্পের কারাদণ্ড নয়, তাহলে সেটি প্রথম সাজাপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নতুন ইতিহাস গড়বেন রিপাবলিকান এই নেতা। অবশ্য বিশ্লেষকরা বলছেন, আদালত অভিযুক্ত এমনকি দণ্ডিত হলেও মার্কিন সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তাই আবারও নির্বাচনে লড়তে বাধা নেই হেভিওয়েট এই রিপাবলিকান নেতার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ১৯২০ সালের নির্বাচনে সমাজতান্ত্রিক ইউজিন ডেবস কারাগারে থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন। অবশ্য তিনি ট্রাম্পের মতো গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন না। সূত্র : এএফপি</p>