<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রমবর্ধমান সহিংসতা এবং খাদ্য সহায়তা প্রায় বন্ধ হয়ে আসায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন। গতকাল শনিবার জাতিসংঘ সমর্থিত ফ্যামিন রিভিউ কমিটি এই সতর্কবার্তা দিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সতর্কবার্তায় বলা হয়েছে, গাজা উপত্যকার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় দুর্ভিক্ষের যথেষ্ট আশঙ্কা রয়েছে এবং এটি আসন্ন। এরই মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে থাকতে পারে অথবা অদূর ভবিষ্যতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ১৭ অক্টোবর এই কমিটি পূর্বাভাস দিয়েছিল যে গাজায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে বিপর্যয়কর খাদ্য নিরাপত্তার মুখোমুখি লোকের সংখ্যা হবে তিন লাখ ৪৫ হাজার বা সেখানকার জনসংখ্যার ১৬ শতাংশ।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দি ইনটিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশনের (আইপিসি) মানদণ্ড অনুযায়ী, আইপিসি ফেজ পাঁচ হচ্ছে এমন এক পরিস্থিতি যখন অনাহার, মৃত্যু, দরিদ্রতা ও তীব্র অপুষ্টির মাত্রা স্পষ্ট হয়ে ওঠে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যামিন রিভিউ কমিটি বলছে, ওই প্রতিবেদন প্রকাশের পর উত্তর গাজার পরিস্থিতির আরো অবনতি হয়েছে। খাদ্য সরবরাহব্যবস্থার পতনের পাশাপাশি মানবিক সহায়তা, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। অতএব ধরে নেওয়া যেতে পারে যে অপুষ্টি ও রোগের কারণে এসব অঞ্চলে অনাহার, অপুষ্টি ও অতিরিক্ত মৃত্যুর হার দ্রুত বাড়ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত অক্টোবরের শুরুর দিকে উত্তর গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে লোকজনকে সরে যাওয়ার আদেশ দিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমিটির ভাষ্য, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর পরিমাণ তলানিতে ঠেকেছে। কালোবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ কিনতে পারছে না। রান্নার গ্যাসের দাম ২ হাজার ৬১২ শতাংশ, ডিজেল এক হাজার ৩১৫ শতাংশ এবং কাঠের দাম ২৫০ শতাংশ বেড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মাসে ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কমিটি বলেছে, মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এটি গুরুতর পরিণতি বয়ে আনবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গাজায় গত এক দিনে ৪৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৫৫২ জন। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তাইরিতে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজা ও লেবাননের যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল তিনি বলেছেন, বিশ্ববাসীর জানা উচিত যে যুদ্ধ ছড়িয়ে পড়লে এর ক্ষতিকর প্রভা শুধু পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না। নিরাপত্তাহীনতা ও অস্থিরতা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে হামাস গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোষ্ঠীটির প্রতিনিধিদের কাতার থেকে সরিয়ে দিতে দোহাকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, কাতারে হামাসের প্রতিনিধিদের উপস্থিতি গ্রহণযোগ্য নয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামাসকে দোহায় তার রাজনৈতিক কার্যালয় বন্ধ করতে বলার বিষয়ে সম্মত হয়েছে কাতার সরকার। সূত্র : এএফপি, আলজাজিরা, বিবিসি</span></span></span></span></p>