<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি ধসে ৩২ জন খনিশ্রমিক আটকা পড়েছেন। গতকাল রবিবার সামাঙ্গন প্রদেশের গভর্নরের মুখপাত্র ইসমত মুরাদি জানান, গত শনিবার গভীর রাতে সামাঙ্গন প্রদেশের দারা-ই সুফি পাইন জেলার খনিটি ধসে পড়ে। আটকাপড়া খনিশ্রমিকদের কাছে পৌঁছার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তিনি আরো বলেন, মোট ৩২ জন খনিশ্রমিক ভেতরে আটকা পড়ে আছেন। তাদের মধ্যে কতজন মারা গেছেন এবং কতজন জীবিত আছেন, এখনই সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। গতকাল সকাল থেকেই খননযন্ত্রের সাহায্যে মাটি সরানো হচ্ছে। উদ্ধারকর্মীরা নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আফগানিস্তানে খনি ধসের ঘটনা বিরল নয়। কয়লার পাশাপাশি মার্বেল, বিভিন্ন খনিজ, সোনা ও পাথরের খনি রয়েছে। তবে শ্রমিকরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না করেই খনিতে নেমে পড়ার কারণে প্রায় সময়ই বিপদে পড়েন। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>