<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল রবিবার উত্তর গাজার বেইত হানুনের খলিল ওয়েদা স্কুলে চালানো ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। গত এক দিনে অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় ৪৪ হাজার ৯৭৬ জনকে হত্যা করল ইসরায়েল। আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি বাহিনী এলাকাটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দিয়ে ঘিরে ফেলেছে। এ ছাড়া স্কুলটিতে ভারি গোলাবর্ষণ করছে ইসরায়েল। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য ছিল। তারা যে কক্ষে ছিলেন, সেখানে সরাসরি আঘাত হানে কামানের গোলা। এদিকে গাজা সিটির দক্ষিণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শহরটির মধ্যাঞ্চলে চারজন নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p>