<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের সংবিধানের ওপর দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার আলোচনায় বক্তব্যের ক্ষেত্রে গতকাল সোমবার থেকে নয়া কৌশল অবলম্বন করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সাধারণত এ ধরনের আলোচনায় দলটির জন্য বরাদ্দ সময়ে দুই থেকে তিনজন সংসদ সদস্য বক্তব্য দেন। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার রাজ্যসভার জন্য নতুন সিদ্ধান্ত হলো দলটির ১০ থেকে ১১ জন সংসদ সদস্য বক্তব্য দেবেন। প্রত্যেকের জন্য বরাদ্দ তিন মিনিট।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজ্যসভায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের নতুন কৌশল হলো সংবিধানের প্রস্তাবনার একেকটি শব্দ নিয়ে তিন মিনিট করে বক্তব্য দেবেন একেকজন সংসদ সদস্য। অর্থাৎ, কেউ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজতান্ত্রিক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, কেউ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্মনিরপেক্ষ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, কেউ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর মতো শব্দ নিয়ে বক্তব্য দেবেন। উদ্দেশ্য হলো সংবিধান কিভাবে বিপন্ন হচ্ছে তা তুলে ধরা। পাশাপাশি, পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় বিভিন্ন জাতি, ধর্ম, ভাষার প্রতিনিধিত্বের বার্তা দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বৈচিত্র্যের সমাহারে মানুষের সমস্যার কথা রাজ্যসভায় তুলে ধরতে চায় তৃণমূল কংগ্রেস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন ধরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের পর আদৌ সংবিধান নিয়ে এই কক্ষে আলোচনা হবে কি না তা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। ট্রেজারি বেঞ্চ আমেরিকার ধনকুবের জর্জ সোরসের সঙ্গে গান্ধী পরিবারের স্বার্থের লেনদেনের কথা তুলে প্রতিদিনই সংসদ উত্তাল করছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p>