উত্তর গাজাজুড়ে মিলছে শুধুই ধ্বংসচিত্র। বাড়িঘর, সরকারি স্থাপনা, অবকাঠামোসহ সব কিছুই মাটিতে গুঁড়িয়ে গেছে। সেখানে বেঁচে থাকার মতো মৌলিক প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও অবশিষ্ট নেই। সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে ১৫ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় উত্তর গাজার ধ্বংসযজ্ঞ আর কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে।
উত্তর গাজায় ফিরছে বাস্তুচ্যুতরা
ধ্বংসস্তূপ থেকে জীবন গড়ার প্রত্যয় ফিলিস্তিনিদের
- * ধ্বংসস্তূপে মিলল আরো ৪৮ মরদেহ * দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফের সমর্থন কাতারের
কালের কণ্ঠ ডেস্ক

দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর গত সপ্তাহ থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে। গত রবিবার থেকে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তর গাজায় নিজের বাড়িতে ফিরছে।
এদিকে গাজা সিটিতে ফিরে আসা বহু মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে পড়েছে। তারা বলেছে, বিভিন্ন ত্রাণ সংস্থার কাছে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ফিলিস্তিনিরা। তবে চাহিদার তুলনায় ত্রাণ খুব কম।
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ফের সমর্থন কাতারের : ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্ব নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন আবারও ব্যক্ত করেছে কাতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের মিসর বা জর্দানে স্থানান্তরে আহবান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের অধিকার অর্জনের প্রয়োজনীয়তার ব্যাপারে আমাদের অবস্থান সর্বদা স্পষ্ট এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।’ তিনি আরো বলেন, ‘শুধু যুক্তরাষ্ট্র নয়, আমাদের মিত্রদের সঙ্গে নানা বিষয়েই আমরা একমত হই না। কিন্তু একসঙ্গে নীতি প্রণয়ন করতে আমরা মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্র, মিসরের সঙ্গে মিলিতভাবে দীর্ঘ সময় ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে কাতার। মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় যুদ্ধবিরতি চলছে।’
মিলল আরো ৪৮ মরদেহ : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, হাসপাতালগুলো সবশেষ ৪৮ ঘণ্টায় ৪৮ জনের মরদেহ গ্রহণ করেছে। এর মধ্যে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত ১১ জনের মরদেহ রয়েছে। গাজার ধ্বংসস্তূপ থেকে এসব মরদেহ মিলছে বলে জানায় মন্ত্রণালয়। যুদ্ধবিরতির পর গাজায় ধ্বংসস্তূপ থেকে মরদেহ পাওয়া যাচ্ছে। এতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৭ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। এক লাখ ১১ হাজার ৫৬৩ জন আহত হয়েছে। সূত্র : আলজাজিরা, এএফপি
সম্পর্কিত খবর

বিক্ষোভ


ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি
কালের কণ্ঠ ডেস্ক

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, গত মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী হামলা চালালে তারা পাল্টা জবাব দেয়। একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার এলওসি সংলগ্ন কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ফ্রান্সে ডানপন্থীদের বিক্ষোভের ডাক
কালের কণ্ঠ ডেস্ক

ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেতা জর্ডান বারদেলা প্যারিসে বিক্ষোভের ডাক দিয়েছেন। আদালতের আদেশে দলটির প্রধান মারিন লো পেনকে নিষিদ্ধ করার প্রতিবাদে আগামী রবিবার থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে লো পেনকে পাঁচ বছরের জন্য যেকোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন ফ্রান্সের একটি আদালত। এ ছাড়া তাঁকে চার বছরের কারাদণ্ড এবং এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

সংক্ষিপ্ত
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন
কালের কণ্ঠ ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন, চীন ও ভারতের আরো ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত। চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে গত মঙ্গলবার দুই দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে পারস্পরিক অভিনন্দন বার্তা বিনিময় করা হয়। ২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সেনাদের সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।