শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার ও থাইল্যান্ড। গত শুক্রবারের ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। থাইল্যান্ডেও ঘটেছে প্রাণহানি। ভূমিকম্পের মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের সড়কে এক শিশুর জন্ম আলোড়ন তুলেছে।
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমার ও থাইল্যান্ড। গত শুক্রবারের ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। থাইল্যান্ডেও ঘটেছে প্রাণহানি। ভূমিকম্পের মধ্যেই থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের সড়কে এক শিশুর জন্ম আলোড়ন তুলেছে।
গত শুক্রবার হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভূমিকম্প শুরু হয়। এতে চিকিৎসকরা তাঁকে হাসপাতালের বাইরে নিয়ে আসতে বাধ্য হন। পরে হাসপাতালের সামনে সড়কে ওই নারী একটি ছেলেশিশুর জন্ম দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী স্ট্রেচারে শুয়ে আছেন এবং হাসপাতালের চিকিৎসকরা উন্মুক্ত পরিবেশে তাঁর অস্ত্রোপচারের প্রক্রিয়া সম্পন্ন করছেন। এ সময় অন্য চিকিৎসাকর্মীরা তাঁদের ঘিরে রাখেন।
ভিডিও ফুটেজে অনেক রোগীকেও হাসপাতালের উঠানে সরিয়ে নেওয়ার দৃশ্য চোখে পড়ে।
গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের মান্দালয়ের ১৭.২ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর ১২ মিনিট পর ৬.৪ মাত্রার আরেকটি পরাঘাত হানে। মায়ানমারের এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী থাইল্যান্ডে বড় কাপন তৈরি হয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে চাতুচাক এলাকায় ভূমিকম্পে একটি ৩০ তলা নির্মীয়মাণ ভবন ধসে পড়েছে। সূত্র : এনডিটিভি, বিবিসি
সম্পর্কিত খবর
আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।
পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।
পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।
নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।
গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।