ট্রাম্প-জেলেনস্কির বাগবিতণ্ডা

ন্যাটো চুক্তি নিয়ে নানা প্রশ্ন

  • বিবিসির বিশ্লেষণ
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ন্যাটো চুক্তি নিয়ে নানা প্রশ্ন
গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ছবি : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সম্পর্ক আগে থেকেই খারাপ। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে দুই নেতার তীব্র বাগবিতণ্ডার পর তা আরো অবনতি হয়েছে। ট্রাম্প এরই মধ্যে জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়েছেন এবং বলেছেন, (রাশিয়ার সঙ্গে) যুদ্ধ শুরু করেছে ইউক্রেন। যদিও ট্রাম্পের এই বক্তব্য সঠিক নয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা যুক্তরাষ্ট্র-ইউক্রেন জোট শুক্রবারের ঘটনার পর টুকরা টুকরা হয়ে গেছে। এই ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে।

ইউক্রেন ছাড়াও ইউরোপের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে আরো অনেক সন্দেহ বাড়বে এবং প্রশ্ন উঠবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১৯৪৯ সালে ন্যাটোর সদস্য দেশের ওপর আক্রমণকে যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে বিবেচনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উত্তরসূরি ট্রাম্প তা রক্ষা করবেন কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। এই জোটের সদস্য সংখ্যা বর্তমানে ৩০। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তি অনুযায়ী, যদি কোনো সদস্য দেশের ওপর আক্রমণ করা হয়, তবে তা গোটা জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে এবং অন্য সদস্য দেশগুলো ভুক্তভোগীর দেশের সাহায্যে এগিয়ে আসবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ট্রাম্পের যে তীব্র আগ্রহ, তার ভিত্তিতেই এই উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্রাম্প ইউক্রেনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছেন এবং পুতিনকে বড় ধরনের ছাড়ের প্রস্তাব দিয়েছেন, যার মূল্য ইউক্রেনীয়দের দিতে হবে।

ইউক্রেনের নিরাপত্তার গুরুত্ব এখন কমে গেছে। একই সঙ্গে ইউরোপীয়রা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট জেলেনস্কি ছাড় দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। শুধু খনিজ সম্পদ চুক্তিতে জেলেনস্কি স্বাক্ষর না করায় এমনটা হয়েছে, তা নয়।

ইউক্রেনীয়দের বিশ্বাস, তারা নিজেদের অস্তিত্বের যুদ্ধে লিপ্তপুতিনকে ঠেকানো না গেলে তিনি যুদ্ধ অবসানের যেকোনো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। এ কারণেই জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন।

শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির বৈঠকটি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপের পর উত্তপ্ত হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, এই প্রকাশ্য বিতর্ক ছিল একটি রাজনৈতিক কৌশল। এক কূটনৈতিক পর্যবেক্ষকের মতে, এটি হয় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো কাজ করতে বাধ্য করার চেষ্টা অথবা এমন একটি সংকট তৈরি করা, যাতে পরবর্তী সময়ে যা কিছু ঘটবে, তার জন্য তাঁকে দোষারোপ করা যায়।

আলোচনা ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প যদি সামরিক সহায়তা বন্ধ করে দেন, তা সত্ত্বেও ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, কতটা কার্যকরভাবে এবং কত সময় তারা এটা করতে পারবে। এমন পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের ওপর কয়েক গুণ চাপ বাড়বে।

শুক্রবারের ঘটনার পর অবশ্য ইউরোপীয় নেতারা জেলেনস্কির পাশেই দাঁড়িয়েছেন। অল্প সময়ের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি পশ্চিমা মিত্ররা জেলেনস্কি ও ইউক্রেনের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানিয়েছেন। তাঁরা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধকে সমর্থন দিয়েছেন। যদিও ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে কিছু বলেননি তাঁরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী

শেয়ার
উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মী
ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া একজনকে গতকাল উদ্ধারের চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি
মন্তব্য

আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমিরাতে চাঁদ দেখতে এআইচালিত ড্রোন

আরবি রমজান মাসের সমাপ্তি ঘোষণা করতে আসা শাওয়াল মাসের চাঁদ দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম ড্রোন ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার দেশটির আবুধাবিতে শাওয়ালের চাঁদ দেখা কমিটির বৈঠক করার কথা। এই সভায় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখার প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। তাঁরা চাঁদ দেখতে এআইসমৃদ্ধ পর্যবেক্ষক যন্ত্র ও ড্রোনের তথ্য যাচাই করবেন।

আল-খাতিম অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেটরি থেকে ড্রোনগুলো উড্ডয়ন করা হবে। ড্রোনগুলো ৩০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এবং উচ্চ-নির্দিষ্ট লেন্সে সজ্জিত। এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চাঁদের অবস্থান এবং দৃশ্যমানতা বিশ্লেষণ করা হবে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে আমিরাত রমজানের চাঁদ দেখতে ড্রোন ব্যবহার করেছিল। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার ঈদ উদযাপিত হবে। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে।
সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানে আট সেনাসহ নিহত ১৯

পাকিস্তানে পৃথক হামলায় আট সেনা সদস্যসহ ১৯ জন নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে ১০ জন তালেবান যোদ্ধা এবং একজন সাধারণ নাগরিক রয়েছে।

পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তা গতকাল শনিবার জানান, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবারপাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ড্রোন হামলায় তালেবানের ১১ যোদ্ধা নিহত হয়েছে। গত শুক্রবার রাতে তালেবানের আস্তানা লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়।

নিহতদের মধ্যে দুজন নারী এবং একটি শিশু রয়েছে। অন্যদিকে গত শুক্রবার আফগানিস্তান সীমান্তে পৃথক হামলায় আটজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ায় তালেবানের বিরুদ্ধে অভিযানে সাত সেনা নিহত হয়। একটি বাড়িতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়।
পরে সেনাবাহিনীর অভিযানে তালেবানের আটজন নিহত এবং ছয়জন সেনা সদস্য আহত হয়। পুলিশ কর্মকর্তা মহসিন আলী জানিয়েছেন, বেলুচিস্তানে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে একজন সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১০

নাইজেরিয়ার মধ্য-উত্তরাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে প্লেটো রাজ্যের রুউই গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজ্যটি দেশের বেশির ভাগ মুসলিম অধ্যুষিত উত্তর অর্ধেক এবং খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণের মধ্যে অভ্যন্তরীণ সীমান্তে অবস্থিত। এটি এমন একটি রাজ্য, যেখানে যাযাবর পশুপালক এবং পশুপালক কৃষকদের মধ্যে নিয়মিত সহিংসতা দেখা যায়।

গ্রামের নেতা মোসেস জন বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় ১০ জনকে হত্যা করে তারা। আরো তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের উদ্ধারে নিরাপত্তাকর্মীদের পাঠানোর আহবান জানিয়েছে গ্রামবাসী।

প্লেটো রাজ্য কমান্ডের পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার রাতে বন্দুকধারীদের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীর আক্রমণের খবর পেয়েছে। সশস্ত্র দুষ্কৃতিরা বিক্ষিপ্তভাবে গুলি চালাতে শুরু করে। একটি শোক অনুষ্ঠানে উপস্থিত কিছু মানুষ দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারায়।
সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ