<p>ষষ্ঠ অধ্যায়<br /> মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন<br /> জ্ঞানমূলক প্রশ্ন<br /> ১। ব্যবসায়ে ব্যর্থতার দায় কাকে নিতে হয়?<br /> উত্তর : ব্যবসায়ে ব্যর্থতার দায় নিতে হয় অর্থ ব্যবস্থাপককে ।<br /> ২। মেশিন ক্রয় কোন ধরনের বিনিয়োগ?<br /> উত্তর : মেশিন ক্রয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ ।<br /> ৩। বাট্টার হার কী?<br /> উত্তর : নগদ প্রবাহ নির্ধারণ করার পর সেগুলোকে নগদ মূল্যে রূপান্তর করার জন্য যে হার প্রয়োজন তাকে বাট্টার হার বলে ।<br /> ৪। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি?<br /> উত্তর : মূলধন বাজেটিংয়ের পদ্ধতি ৪টি ।<br /> ৫। মূলধন বাজেটিং কী?<br /> উত্তর : মূলধন বাজেটিং হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া।<br /> ৬। আন্তঃপ্রবাহ কী?<br /> উত্তর : নগদ অর্থের আগমনকে নগদ আন্তঃপ্রবাহ বলে।<br /> ৭। কী থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ঘটে?<br /> উত্তর : বিক্রয় থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ঘটে।<br /> ৮। ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা অর্জন কীসের ওপর নির্ভর করে?<br /> উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা অর্জন মূলধন বাজেটিং সিদ্ধান্তের ওপর নির্ভর করে।<br /> ৯। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?<br /> উত্তর : মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়।<br /> ১০। কোনটি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি?<br /> উত্তর : মূলধন বাজেটিং অর্থায়ন সাফল্যের চাবিকাঠি।<br /> ১১। অবচয় কী?<br /> উত্তর : ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে ক্ষয় হয় সেটাই অবচয়।<br /> ১২। নগদ প্রবাহ কী?<br /> উত্তর : কোম্পানিতে নগদ টাকার আগমন ও নির্গমনকে নগদ প্রবাহ বলে।<br /> ১৩। পণ্য বৈচিত্রায়ন কাকে বলে?<br /> উত্তর : একই ব্যবসায় বিভিন্ন প্রকার পণ্য সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাকেই পণ্য বৈচিত্রায়ন বলে।<br /> ১৪। মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি কোনটি?<br /> উত্তর : মূলধন বাজেটিংয়ের সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি হলো পে-ব্যাক সময় পদ্ধতি।<br /> ১৫। মূলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি কী?<br /> উত্তর : মুলধন বাজেটিংয়ের সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি।<br /> ১৬। মূলধন বাজেটিং কোন ধরনের প্রক্রিয়া?<br /> উত্তর : মূলধন বাজেটিং একটি মূল্যায়ন প্রক্রিয়া।<br /> ১৭। পে-ব্যাক সময় কী?<br /> উত্তর : বিনিয়োগকৃত অর্থ ফেরত আসার সময়কে পে-ব্যাক সময় বলে।<br /> ১৮। নিট মুনাফার সাথে কী যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়?<br /> উত্তর : নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়।<br /> ১৯। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে কী ব্যবহার করা হয়?<br /> উত্তর : মূলধন বাজেটিং প্রক্রিয়ায় সাধারণত প্রতিষ্ঠানের মূলধন খরচকে বাট্টার হার হিসেবে ব্যবহার করা হয়।<br /> ২০। পে-ব্যাক পদ্ধতি কয়টি?<br /> উত্তর : পে-ব্যাক পদ্ধতি দুটি।<br /> ২১। সংস্থাপন ব্যয় কী?<br /> উত্তর : প্রকল্পের উৎপাদনজনিত কাজ করার জন্য প্রাথমিকভাবে যন্ত্রপাতি ব্যবহার উপযোগী বা স্থাপনের জন্য যে খরচ সংঘটিত হয় তাকে সংস্থাপন ব্যয় বলে ।<br /> ২২। বিনিয়োগের মূল্য ওঠানামা করে কেন?<br /> উত্তর : সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য ওঠানামা করে ।<br /> ২৩। মুদি দোকানির ফ্রিজ ক্রয় কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত?<br /> উত্তর : মুদি দোকানির ফ্রিজ ক্রয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত ।<br /> ২৪। মূলধন বাজেটিংয়ের মূল উদ্দেশ্য কী?<br /> উত্তর : মূলধন বাজেটিংয়ের মূল উদ্দেশ্য মুনাফা বাড়ানো ।<br /> ২৫। কোনো বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক কি না তা কীভাবে বোঝা যায়?<br /> উত্তর : বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক কি না তা বোঝা যায় বহিঃপ্রবাহ থেকে আন্তঃপ্রবাহ বেশি হলে ।<br /> ২৬। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের কয়টি প্রবাহ জড়িত থাকে?<br /> উত্তর : ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের দুটি প্রবাহ জড়িত থাকে ।<br /> ২৭। IRR-এর পূর্ণরূপ কী?<br /> উত্তর : IRR-এর পূর্ণরূপ হলো- Internal Rate of Return.<br /> ২৮। ARR-এর পূর্ণরূপ কী?<br /> উত্তর : ARR-এর পূর্ণরূপ হলো- Accounting Rate of Return.<br /> ২৯। গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি কী?<br /> উত্তর : গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটি হলো- গড় নিট মুনাফা ÷ গড় বিনিয়োগ ।<br /> ৩০। পে-ব্যাক সময় নির্ণয়ের সূত্রটি কী?<br /> উত্তর : পে-ব্যাক সময় নির্ণয়ের সূত্রটি হলো- বিনিয়োগ ÷ বার্ষিক নগদ প্রবাহ ।</p>