<p>সিনিয়র সহকারী সচিব পদে ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণলায়।</p> <p>রবিবার (০৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।</p> <p>সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।</p> <p>পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-</p> <p><img alt="৫৭৫৬" height="882" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/তরীকত ফেডারেশন/promotion-677a20348e81d.jpg" width="836" /></p>