<p>অস্ট্রেলিয়ার কাছে দীর্ঘ ১০ বছর পর টেস্ট সিরিজে হেরেছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হেরে রোহিত শর্মার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে। দক্ষিণ আফ্রিকার পর ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত সিরিজে দুই ভারতীয় তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার অফফর্মের কারণে তাদের অবসরের প্রসঙ্গ উঠে এসেছে। বিশেষ করে রোহিত শর্মা তো শেষ টেস্ট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন।</p> <p>আজ সিডনিতে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে ভারতের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয় লাভ করে। এর পর ভারতীয় দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত হন কোচ গৌতম গম্ভীর। তিনি রোহিত- কোহলির অবসর প্রসঙ্গে এবং দলের ক্রিকেটারদের সম্পর্কে মন্তব্য করেন। </p> <p>গম্ভীর বলেন, ‘আমি কোনো ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে পারি না। এটি তাদের সিদ্ধান্ত। তবে আমি নিশ্চিত যে, তাদের (রোহিত-কোহলি) এখনও জয়ের তৃষ্ণা রয়েছে এবং তারা খেলার জন্য যথেষ্ট আবেগী। তারা শক্তিশালী মানুষ। আশা করি, তারা এমনই মানসিকতা ধরে রাখবে। তবে তাদের সিদ্ধান্তই দলের জন্য সর্বোত্তম হবে।’</p> <p>বোর্ডার-গাভাস্কার সিরিজে কোহলি পাঁচ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করেছেন। একটি সেঞ্চুরির পরও, তার রান ছিল মাত্র ১৯০। অন্যদিকে, রোহিত পিতৃত্বকালীন ছুটিতে প্রথম টেস্টে খেলেননি এবং পরবর্তী তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন। এর ফলে সিডনিতে আজকের শেষ টেস্টে নিজেকে সরিয়ে নেন রোহিত।</p> <p>রোহিতের এমন সিদ্ধান্ত নিয়ে গম্ভীর বলেন, ‘এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে আমার মতে, এমন সিদ্ধান্ত নেওয়া কোনো ভুল নয়। যদি কোনো অধিনায়ক বা নেতা দলকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়, তাতে কিছু ভুল নেই। আন্তর্জাতিক ক্রিকেটে, দল সবকিছুর ঊর্ধ্বে, এবং দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’</p> <p>এছাড়া গম্ভীর দলের প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে বলেন, ‘আমি কাউকে প্রাধান্য দিই না। আমাদের ড্রেসিংরুমে অনেক সৎ ক্রিকেটার আছেন, যারা নিজেদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দলের জন্য অবদান রাখতে চান। সবাই নিজের কাজ জানে এবং দলের জন্য ভালো করতে চায়। এটি আমাদের ব্যক্তিগত দল নয়, এটি দেশের দল।’</p>