<p>মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্কের রেশ শেষ হতে না হতেই আরেক বিতর্ক শুরু হয়েছে। সিডনি টেস্টের প্রথম দিনের ৮ম ওভারে স্কট বোল্যান্ডের প্রথম বলে স্লিপে ক্যাচ তুলে দেন কোহলি। স্টিভেন স্মিথ ঝাঁপিয়ে পড়ে বলটি তালুবন্দি না করে ওপরে ছুড়ে দেন। গালি অঞ্চলে মারনাস লাবুশেন সেটি তালুবন্দী করেন। দুর্দান্ত এই ক্যাচের পর আউটের আনন্দে মেতে ওঠেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা। </p> <p><img alt="1" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2025/01/03/my1198/dawefgrsdgh.jpg" width="1000" /></p> <p>সন্দেহ প্রকাশ করে মাঠেই দাঁড়িয়ে থাকেন কোহলি। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসনের কাছে পাঠান। বিভিন্ন কোণ থেকে রিপ্লে দেখে কোহলিকে নটআউট ঘোষণা করেন তিনি। স্মিথ বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে বল তোলার আগে সেটি মাটিতে স্পর্শ করেছে মত দেন উইলসন। কোহলি বেঁচে যান ০ রানে। </p> <p>তবে স্টিভেন স্মিথ ‘শতভাগ’ নিশ্চিত যে তিনি ক্যাচটি ধরার সময় হাতটা বলের নিচে ছিল। স্মিথ ফক্স স্পোর্টসকে লাঞ্চ ব্রেকের সময় বলেন, ‘শতভাগ নিশ্চিত ওটা ক্যাচ ছিল। অস্বীকার করার সুযোগই নেই। এক শ ভাগ ছিল। কিন্তু সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আম্পায়ারেরই।’ </p> <p>ফক্স স্পোর্টসের ধারাভাষ্যে থাকা মার্ক ওয়াহ ও অ্যালান বোর্ডারও ক্যাচের পক্ষে কথা বলেছেন। ওয়াহ যুক্তি দিতে গিয়ে বলেছেন, ‘আউট ছিল। বল ঘাসের খুব কাছাকাছি ছিল। কিন্তু সে (স্মিথ) আঙুল দিয়ে আগেই তুলে নিয়েছে।’ একই কথা বলেছেন বোর্ডারও, ‘ব্যাপারটা আপনি দু ভাবে দেখতে পারেন। একটা হচ্ছে চোখের সৌন্দর্য। আমার মতে যে প্রমাণ দেখা যাচ্ছে, তাতে স্মিথের আঙুল বলের নিচেই ছিল।’</p> <p>তবে ইংল্যান্ডেরই ধারাভাষ্যকার নিকোলাস ও ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নটআউটের পক্ষে। নিকোলাসের ভাষ্য ক্যাচ হওয়ার মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ইরফান পাঠানও যার পুনরাবৃত্তি করেছেন এক্সে, ‘কোহলিকে সঠিকভাবেই নটআউট দেওয়া হয়েছে।’</p> <p>শূন্য রানে বাঁচলেও ইনিংস বড় করতে পারেননি কোহলি। ৬৯ বলে ১৭ রান করে ওই বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। </p>