<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া তরুণ শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দল গঠনে সাংগঠনিক ও নীতিনির্ধারণী প্রস্তুতি শেষ পর্যায়ে। ২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ২৪ দফা প্রস্তুত করা হয়েছে, এটি সামনে রেখে দ্রুতই দলের ঘোষণা দেবে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের প্ল্যাটফরম জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের পর রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বাস্তবায়নে নতুন সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে গণপরিষদ গঠনের লক্ষ্য নিয়ে এগোবেন তরুণ তুর্কিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, নতুন দলে সাধারণ জনগণের অন্তর্ভুক্তি নিশ্চিতে তৃণমূল পর্যায় তথা উপজেলা ও থানা কমিটি গঠন করা হচ্ছে। দলের নীতিনির্ধারণ প্রস্তুতি তথা ২৪ দফা এবং গঠনতন্ত্র প্রণয়নের জোর প্রস্তুতি চলছে। সাংগঠনিক ও নীতিনির্ধারণী কাজ সম্পন্ন হলে গণতান্ত্রিক পদ্ধতিতে দলের নাম ও নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী এক-দুই মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন। তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে সম্প্রতি তিনি কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ নিজ তাগিদ থেকে অংশ নিয়েছিল, সেখানে তরুণদের দৃশ্যমান উপস্থিতি ছিল। গণ-অভ্যুত্থানের এই কালেক্টিভকে নিয়ে মতাদর্শের ঊর্ধ্বে উঠে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছি। জাতীয় নাগরিক কমিটি অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বাস্তবায়নের জন্য তরুণদের রাজনৈতিক দল গঠনে সহায়ক ভূমিকা পালন করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ৮ সেপ্টেম্বর গঠিত হয় আরেকটি প্ল্যাটফরম জাতীয় নাগরিক কমিটি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সরব বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তরুণ শিক্ষার্থীরা এই প্ল্যাটফরমে যুক্ত হন। নতুন নামে রাজনৈতিক দল গঠনের পর এ দুই প্ল্যাটফরম থেকে যে কেউ দলে যোগ দিতে পারবেন। তবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই দুটি পক্ষই অরাজনৈতিক ফোরাম হিসেবে কাজ চালিয়ে যাবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, নতুন দল গঠনের জন্য এরই মধ্যে দেশের থানা ও উপজেলা পর্যায়ে অন্তত ১৫০টি কমিটি গঠন করা হয়েছে। তারুণ্যনির্ভর দল গঠনে এসব কমিটিতে যুক্ত করা হয়েছে অনূর্ধ্ব ৫০ বছরের সদস্যদের। আগামী বছরের শুরুতে সুবিধাজনক সময়ে দলের নাম ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের যাঁরা সরকারের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁরা পদত্যাগ করে কাউন্সিলের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই অভ্যুত্থানে জন-আকাঙ্ক্ষার পক্ষে জনমত গঠনের প্ল্যাটফরম জাতীয় নাগরিক কমিটি। এ দুই প্ল্যাটফরমের কেউ নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে তাঁদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রাজনৈতিক দলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। নতুন রাজনৈতিক দলে বিভিন্ন শ্রেণি, পেশা, ধর্ম ও গোষ্ঠীর মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের দলটি মতাদর্শগতভাবে আদর্শনিরপেক্ষ বা মধ্যপন্থা অবলম্বন করে জন-অধিকারকেন্দ্রিক রাজনীতি করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র তাহসীন রিয়াজ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা একটি নিউক্লিয়াস থেকে শুরু করতে চাই। প্রান্তিক মানুষকে দলে যুক্ত করতে এক মাসের মধ্যে সব থানা-উপজেলা কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দল ঘোষণা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষের পর্যায়ে, আমরা কোনো সময় নির্ধারণ করিনি। বিগত ১৫ বছরে যেসব তরুণ আওয়ামী লীগের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যুক্ত ছিলেন, তাঁদের নিয়েই আমরা দল গঠন করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন দলের লক্ষ্য গণপরিষদ নির্বাচন</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রব্যবস্থা সংস্কারের গণদাবি বাস্তবায়নে ১৫টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তবে শুরু থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য বিদ্যমান সংবিধান পরিবর্তনের দাবি তুলে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দাবির পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের ঐকমত্য প্রতিষ্ঠায় গঠিত হয় নাগরিক কমিটি। নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন ও সাংবিধানিক সভা তথা গণপরিষদ গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে কমিটি সংলাপের আয়োজন করলেও তা ফলপ্রসূ হয়নি। ফলে নতুন রাজনৈতিক দল গঠনের পর গণপরিষদ নির্বাচনের পক্ষে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ ফলপ্রসূ না হওয়ায় আগামীকাল মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করবেন প্ল্যাটফরম দুটির নেতারা। ঘোষণাপত্রকে নতুন সংবিধান হিসেবে অভিহিত না করলেও এটিই যে বাহাত্তরের সংবিধান রিপ্লেসের প্রক্রিয়া, সে বিষয়ে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কার কমিশনের কাছে দেওয়া লিখিত প্রস্তাবে আমরা গণপরিষদ গঠনের দাবিটি রেখেছি। সবাই (রাজনৈতিক দল ও অংশীজন) যে নির্বাচনের দাবি জানাচ্ছে, সেটি আমরাও চাই, তবে আমরা গণপরিষদ নির্বাচন চাই। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। সংসদে সংবিধান পরিবর্তন করা যায় না। সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই আমাদের গণপরিষদ নির্বাচন করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>