<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী মালিকদের সংগঠন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রি-নিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা আল মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতাউর রহমান সরকার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২৫ ও ২০২৬ সালের জন্য দুই বছর মেয়াদি নতুন এই কমিটি গঠন করা হয়। ২১ সদস্যের কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম, সহসভাপতি এম এ তাহের ও প্রকৌশলী এস কে মোহাম্মদ রুহুল আমিন। ট্রেজারার নিতাই সাহা।</span></span></span></span></p>