<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছরটি ভালো যায়নি ভারতের দুই শীর্ষ ধনী গৌতম আদানি ও মুকেশ আম্বানির। সম্পদ মূল্য কমায় দুজনই বাদ পড়েছেন ব্লুমবার্গের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে। বছরজুড়েই একের পর এক অভিযোগে বিধ্বস্ত ছিলেন গৌতম আদানি। তার জেরে সম্পদের মূল্য কমছে আদানির। অন্যদিকে ব্যাবসায়িক চ্যালেঞ্জের মুখে মুকেশ আম্বানিরও সম্পদের মূল্য কমেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছর মুকেশ আম্বানির জ্বালানি ও খুচরা ব্যবসায় ক্ষতি হয়েছে। সেই সঙ্গে বাড়ছে ঋণ। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শঙ্কিত। জুলাইয়ে মুকেশ আম্বানির সম্পদের মূল্য ১২০.৮ বিলিয়ন বা ১২ হাজার ৮০ কোটি ডলার হলেও এখন তা কমে ৯৬.৭ বিলিয়ন বা ৯ হাজার ৬৭০ কোটি ডলারে নেমে এসেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে গৌতম আদানির বিপদের অন্ত নেই। তিনি এখন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের আওতায় আছেন। এ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং যেকোনো সময় তার সম্পদ জব্দ করা হতে পারে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের এক আদালতের রায়ের জেরে গৌতম আদানির সম্পদের মূল্য অনেকটাই কমেছে। জুনে যেখানে গৌতম আদানির সম্পদের মূল্য ছিল ১২২.৩ বিলিয়ন বা ১২ হাজার ২৩০ কোটি ডলার; এখন তা কমে ৮২.১ বিলিয়ন বা আট হাজার ২১০ কোটি ডলারে নেমে এসেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ সালের জানুয়ারিতে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনেও জালিয়াতির অভিযোগ উঠলে সম্পদের মূল্য কমে যায় গৌতম আদানির। এরপর যখন তিনি ক্ষতি অনেকটা কাটিয়ে উঠছিলেন, তখন যুক্তরাষ্ট্রের আদালতের রায়ের জেরে বড় ধরনের সংকটে পড়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পরিস্থিতিতে ভারতের দুই শীর্ষ ধনী গৌতম আদানি ও মুকেশ আম্বানি ব্লুমবার্গের অভিজাত এলিট সেন্টিবিলিয়নেয়ার্স ক্লাব থেকে বাদ পড়েছেন। এই ক্লাবে তারাই স্থান পান, যাদের সম্পদের মূল্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের বেশি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ভারতে স্যাটেলাইট ইন্টারনেটের বাজারে ইলন মাস্কের কম্পানি স্টারলিংক প্রবেশ করলে মুকেশ আম্বানির ইন্টারনেট ব্যবসা ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা। সূত্র: লাইভ মিন্ট</span></span></span></span></p> <p> </p>