গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কে (জিইএন) বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সবুর খান। জিইএন বাংলাদেশ এখন দেশের উদ্যোক্তা, স্টার্টআপ, নতুন ব্যবসা উদ্যোগীদের বিশ্বব্যাপী জিইএন গ্লোবালের নেটওয়ার্ক, সম্পদ এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করতে কাজ করবে। এই নিয়োগকে জিইএন গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস অনুমোদন করেছেন। এ ছাড়া এই নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ হিসেবেও স্বীকৃতি দিয়েছেন জিইএনের গ্লোবাল প্রেসিডেন্ট জনাথন অর্টমানস।
সবুর খান, তুন চেয়ারম্যান, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক
সম্পর্কিত খবর

করপোরেট খবর

ওয়ালটন : দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এনেছে নতুন মডেলের ১৩টি হাইব্রিড সোলার আইপিএস সলিউশন। ওয়ালটনের নতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস সলিউশন সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে। ওয়ালটনের কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘আইপিএস সলিউশন মডেলগুলো বর্তমানে ৭৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যাচ্ছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯২তম সভা হয়েছে গত মঙ্গলবার।

সংক্ষিপ্ত
ডিএসইতে সূচকের উত্থানেও কমেছে লেনদেন
বাণিজ্য ডেস্ক

ঈদের ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫২১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৯ ও ১৯১৭ পয়েন্টে রয়েছে।