<p><strong>পুনরায় জামাত হলে তাতে অংশগ্রহণ</strong></p> <p>প্রশ্ন : যদি কোনো ব্যক্তি মসজিদে এমন সময় উপস্থিত হয় যে ইমাম সবেমাত্র সালাম ফিরিয়েছেন। পরে কোনো কারণে (আগের ইমামের পেছনে) নামাজ আবার পড়তে হচ্ছে, তাহলে সে ব্যক্তি কি নামাজে শরিক হতে পারবে? বিস্তারিত জানিয়ে বাধিত করুন।</p> <p>আবুল খায়ের, চট্টগ্রাম</p> <p> </p> <p>উত্তর : প্রশ্নোল্লিখিত অবস্থায় দেখতে হবে যে কী কারণে নামাজ আবার পড়া হচ্ছে। যদি কোনো ওয়াজিব বা সাহু সিজদা ছুটে যাওয়ার কারণে নামাজ আবার পড়া হয়, তাহলে নতুন কেউ তাতে অংশ নিলে তার নামাজ হবে না। আর যদি কোনো ফরজ ছুটে যাওয়ার কারণে হয়, তাহলে আগন্তুক ব্যক্তিও তাতে অংশ নিতে পারবে। (রদ্দুল মুহতার : ১/৪১৮, হাশিয়াতুত তাহতাভি : ১৩৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৪১)</p> <p> </p>