<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বছরজুড়ে ছিল যুদ্ধাহত নারী-শিশুদের আর্তনাদ। তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাত-সংঘর্ষে কেটেছে বেশির ভাগ সময়। নিম্নে এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৪ সালে রেকর্ড পরিমাণ হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত ১৯-২৩ জুন পবিত্র হজের কার্যক্রম চলাকালে এক হাজার ৩০০ শর বেশি হাজি মারা যান। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের সূত্রে বার্তা সংস্থা জানিয়েছিল, মৃতের সংখ্যা এক হাজার ৩০১-এ পৌঁছেছে। এর মধ্যে ৮৩ শতাংশ অনুমোদনহীন হাজি, যাঁরা দীর্ঘ সময় বিশ্রাম ছাড়াই সূর্যের তাপের মধ্যে চলাফেরা করেছে। মূলত ওই সময় মক্কায় তাপমাত্রা ছিল প্রায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। যেসব দেশের সর্বোচ্চ হজযাত্রী মারা গিয়েছিল এর মধ্যে রয়েছে মিসর, ইন্দোনেশিয়া, জর্দান, ভারত, তিউনিসিয়া ও পাকিস্তান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শেষ হচ্ছে গ্রীষ্মের হজ মৌসুম</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৫ সালে গ্রীষ্মকালের সর্বশেষ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পর থেকে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত বছর সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) জানিয়েছিল, ২০২৬ সাল থেকে হজ মৌসুমের পরিবর্তন হবে। এরপর আগামী দেড় দশকের বেশি সময় বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম আট বছর বসন্ত মৌসুমে এবং শীত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসলামের সেবায় বিশেষ সম্মাননা </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ২৩ এপ্রিল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খ্যাতিমান মুসলিম ব্যক্তিত্বদের বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছে। ইসলামে সেবা, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, চিকিৎসা ও বিজ্ঞান চার বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ইসলামী শিক্ষায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ায়েল হাল্লাক এবং ইসলামের সেবায় জাপানের মুসলিম অ্যাসোসিয়েশন ও লেবাননের গ্র্যান্ড মুফতির উপদেষ্টা  ড. মোহাম্মদ সাম্মাক পুরস্কার পান। ড. হাল্লাক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথাগত প্রাচ্যবাদী লেখাগুলোতে সফলভাবে বৈজ্ঞানিক রেফারেন্স দিতে সক্ষম হন। তাঁর অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তা বহু ভাষায় অনূদিত হয়েছে। আর ড. সাম্মাক মুসলিম-খ্রিস্টান সংলাপ প্রচার এবং আন্তর্ধর্মীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিরিয়ায় বাশার আল-আসাদের পতন</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মাধ্যমে আসাদের দীর্ঘ ২৪ বছরের এবং ১৯৭১ সালে শুরু হওয়া আসাদ পরিবারের দীর্ঘ অর্ধশতাব্দী কালের শাসনের সমাপ্তি ঘটে। ওই দিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজায় মৃতের সংখ্যা ৪৫ হাজারের বেশি</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ছয় হাজার ৯৬২ জন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইরাকের নির্বাসিত ইসলামী চিন্তাবিদের ইন্তেকাল</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ২৭ আগস্ট বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক আবদুল মুনয়িম সালেহ আল-আলী আল-ইজ্জি যিনি মুহাম্মদ আহমদ আল-রাশেদ নামে পরিচিত ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের অন্যতম চিন্তাবিদ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিউ জার্সির ইমাম হাসান শরিফের মৃত্যু </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক শহরের মুহাম্মদ মসজিদের ইমাম শায়খ হাসান শরিফ নিহত হয়েছেন। ওই সময় নিউ জার্সি রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি মসজিদের সামনে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সিরিয়ান দাঈ ও রাজনীতিবিদের ইন্তেকাল </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ৫ মে সিরিয়ার ইসলামী রাজনীতিবিদ ও প্রখ্যাত দাঈ শায়খ ইসাম আল-আত্তার ইন্তেকালে করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি জার্মানির স্পা রাজ্যের আচেন শহরে মারা যান। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের সাবেক কন্ট্রোলার জেনারেল। শায়খ ইসাম আল-আত্তার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ও গণ-অভ্যুত্থানের প্রধান সমর্থক ছিলেন। অসংখ্য গ্রন্থ, খুতবা, টিভি সাক্ষাৎকারে তিনি রাজনীতি, সমাজ, দর্শন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইয়েমেনের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকাল </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ২২ এপ্রিল ইয়েমেনের বিখ্যাত ইসলামী দাঈ ও রাজনীতিবিদ ড. আবদুল মজিদ বিন আজিজ আল-জানজাদি ইন্তেকাল করেছেন। তিনি তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে মারা যান। তিনি </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সায়েন্টিফিক সাইন ইন কোরআন অ্যান্ড সুন্নাহ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> নামক একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তুরস্কের রাজনীতিবিদ ফাতহুল্লাহ গুলেনের ইন্তেকাল </span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত ২০ অক্টোবর তুরস্কের ইসলামী রাজনীতিবিদ ও সমাজসংস্কারক ফাতহুল্লাহ গুলেন ইন্তেকাল করেন। তিনি ৮৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান। তিনি ছিলেন সমকালীন বিশ্বের একজন প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। বিখ্যাত সমাজসংস্কারক বদিউজ্জামান সাঈদ নুরসির চিন্তাধারায় প্রবল প্রভাবিত ছিলেন তিনি। তিনি প্রায় ৬০টি গ্রন্থ রচনা করেন। তাঁর এসব গ্রন্থ আরবি, ইংরেজি, ফ্রেঞ্চসহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দিকে সুসম্পর্ক থাকলেও ২০১৬ সালে সংঘটিত সামরিক অভ্যুত্থানে গুলেন মুভমেন্টের অনেকে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত হেজমত সংগঠনের সেবা ও শিক্ষামূলক কার্যক্রম বিশ্বের বেশির ভাগ দেশে রয়েছে। আফ্রিকা ও মধ্য এশিয়ায় সংগঠনটির হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতের শীর্ষ আলেমের ইন্তেকাল</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতের শীর্ষ আলেম ও হাজারো আলেমের শিক্ষক আল্লামা কামারুদ্দিন আহমদ গৌরকপুরী ২২ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ১৯৬৬ সাল থেকে আমৃত্যু তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করেন। ১৯৭৯ সাল থেকে তিনি মুহাদ্দিস হিসেবে হাদিস পাঠদান করেন। পাশাপাশি দারুল উলুম দেওবন্দের বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তথ্যসূত্র : আলজাজিরা</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">, বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম</span></span></span></span></span></p>