<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ১৫টি কাভার্ড ভ্যান। ত্রাণসামগ্রী বোঝাই হওয়া মাত্রই সেগুলো একটি একটি করে রওনা দিচ্ছে বন্যাকবলিত অঞ্চলের উদ্দেশে। ভবনের ভেতরে এক শিক্ষার্থী মাইকে বলছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিএসসিতে আর ত্রাণসামগ্রী রাখার জায়গা নেই। যাঁরা ত্রাণ নিয়ে এসেছেন তাঁরা জিমনেসিয়ামে চলে যান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচির চতুর্থ দিনে টিএসসিতে এই দৃশ্য দেখা যায়। দেশের বিভিন্ন জেলার বন্যার্ত মানুষকে সহায়তার জন্য সর্বসাধারণের কাছ থেকে ত্রাণসামগ্রী গ্রহণ করা হচ্ছে এখানে। স্থান সংকুলান না হওয়ায় গতকাল থেকে ত্রাণসামগ্রী নিয়ে আসা লোকজনকে বলা হয় শরীরচর্চাকেন্দ্রে যেতে। এর অবস্থান দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যেতে হাতের বাঁয়ে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিএসসিতে চার দিন ধরে সাধ্যমতো ত্রাণসামগ্রী নিয়ে আসছে সাধারণ মানুষ। সেসব ত্রাণসামগ্রী সংগ্রহ ও প্যাকেট করে সরবরাহে নিয়োজিত রয়েছেন হাজারের বেশি শিক্ষার্থী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী কালের কণ্ঠকে জানান, টিএসসিতে গত বৃহস্পতিবার থেকে দিনরাত একটানা ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলছে। পাশাপাশি ত্রাণসামগ্রী প্যাকেট করে বন্যাকবলিত এলাকায় পাঠানোর কাজ করছেন শিক্ষার্থীরা। শনিবার পর্যন্ত তিন দিনে এত ত্রাণসামগ্রী এসেছে যে টিএসসি ভবনের ভেতরে তা আর রাখার জায়গা নেই। এ জন্য শনিবার রাত থেকে যাঁরা ত্রাণ নিয়ে আসছেন তাঁদের পাঠানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে (জিমনেসিয়ামে)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিএসসিতে গণত্রাণ সংগ্রহে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সীম আক্তার। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন টিএসসিতে শুধু ওষুধ ও আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে। এখানে আর ত্রাণসামগ্রী রাখার জায়গা নেই, তাই এখন যাঁরা অন্যান্য সহায়তা নিয়ে আসছেন, তাঁদের জিমনেসিয়ামে পাঠানো হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৮৩ লাখ ৯৪ হাজার টাকা। অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফরমটির মিডিয়া ও কমিউনিকেশন শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং ডাকসু ক্যাফেটেরিয়া থেকে বন্যাদুর্গতদের কাছে ১৯টি ট্রাক ভর্তি এবং বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ২০ হাজারের বেশি ত্রাণের প্যাকেট পাঠানো হয়েছে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জন্য আহবান</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের ১১টি জেলার প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা-পরবর্তী রোগবালাইয়ের বিষয়টি মাথায় রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের ওপর জোর দিচ্ছেন। বন্যাদুর্গত এলাকায় বিপুল পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এবং জ্বর-ঠাণ্ডা ও ডায়রিয়ার ওষুধ প্রয়োজন বলে জানিয়েছেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণত্রাণ সংগ্রহ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহায়তা হিসেবে লোকজনের দেওয়া ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংগ্রহ করা হচ্ছে টিএসসির দোতলায়। সেখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, প্যারাসিটামলসহ বিভিন্ন ধরনের ওষুধ প্যাকেট করা চলছে। এসব কাজে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছেন কয়েকজন চিকিৎসক ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁদের একজন ডা. সুরাইয়া ইয়াসমীন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যায় পানি নষ্ট হয়েছে, খুব শিগগির পানিবাহিত রোগ বাড়বে। এমন পরিস্থিতি সামাল দিতে বিপুল পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবাণুনাশকের প্রয়োজন হবে। জ্বর-ঠাণ্ডা, চর্মরোগ ও ডায়রিয়ার মতো রোগের কথা মাথায় রেখে পর্যাপ্ত ওষুধ আমরা পাঠাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>