<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগাম মুড়িকাটা পেঁয়াজ বাজারে চলে আসায় ভোক্তারা আগের তুলনায় এখন অর্ধেক দামে পেঁয়াজ কিনতে পারছেন। এতে আমদানি করা ও পুরনো পেঁয়াজের দামও কিছুটা কমেছে। পুরোপুরি মৌসুম শুরু হওয়ায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে। এতে প্রায় সব ধরনের সবজি ভোক্তার নাগালের মধ্যে রয়েছে। এতে সবজির বাজারে কিছুটা স্বস্তি পাচ্ছে ভোক্তা। তবে আমনের ভরা মৌসুমের মধ্যেই নতুন করে মিলাররা বাড়িয়ে দিয়েছে চালের দাম। গত দুই সপ্তাহে বস্তাপ্রতি চালের দাম ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে।  গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মুড়িকাটা পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পুরনো দেশি পেঁয়াজ কেজি ১১০ টাকা, আমদানি করা ভারতের পেঁয়াজ কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৯০ থেকে ২০০ টাকায় এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৪০ টাকায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মো. সুরুজ আলী কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে চাহিদার তুলনায় মুরগির সরবরাহ কিছুটা কম থাকায় দাম কমছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চালের দাম বাড়ার বিষয়ে খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি। এর প্রভাবেই খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে। চালকল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তাঁরা চালের দাম বাড়িয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারওয়ান বাজারের মেসার্স লাকসাম ট্রেডার্সের বিক্রেতা মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন করে বস্তাপ্রতি চালের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ার কারণে এখন ক্রেতাদের সঙ্গে প্রায় সময়ই আমাদের কথা-কাটাকাটি হচ্ছে। এবার অন্যান্য বাড়ের তুলনায় ধানের দাম বাড়তি। যার কারণে মিলাররা চালের দাম বাড়িয়ে দিয়েছে। যার প্রভাব পাইকারি ও খুচরা বাজারেও পড়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পেঁয়াজের সঙ্গে কমেছে আলুর দামও। নতুন আলুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গতকাল রাজধানীর বাজারগুলোতে নতুন আলু ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পুরনো আলু ৬০ টাকায় নেমেছে। বাজারে এখনো রসুনের দাম চড়া। দেশি রসুন কেজি ২৪০ থেকে ২৬০ টাকা এবং আমদানি করা রসুন কেজি ২২০ টাকায় বিক্রি হচ্ছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবজির বাজার</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম আরো কমেছে। বেগুন কেজি ৫০ থেকে ৬০ টাকায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায়, শিম কেজি মানভেদে ৬০ থেকে ৮০ টাকায়, বরবটি কেজি ৬০ থেকে ৭০ টাকায়, পটোল ৫০, করলা ৮০, কাঁচা মরিচ কেজি ৮০ থেকে ১০০ টাকায়, কাঁচা টমেটো ৫০ টাকায়, শসা ৫০ থেকে ৬০ টাকায়, পেঁপে ৪০, গাজর ৭০ থেকে ৮০ টাকায় ও প্রতি পিস লম্বা লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>