<p>খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাহাড়ি অঞ্চলে ২০০ শীতার্ত পাহাড়ি, বাঙালির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে ১০০টি কম্বল মাটিরাঙ্গা পৌরসভায় এবং ৫০টি করে কম্বল প্রত্যন্ত নাইক্যাপাড়া ও পরশুরামঘাট ক্যাম্প এলাকায় অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। একই সময়ে দুজন অসহায়কে ঘর নির্মাণ বাবদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি, উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি ছাড়াও এই আয়োজনে পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।</p>