<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারাগারে বসেই বেশ কয়েকজন ভয়ংকর অপরাধী তাঁদের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। সরকার পরির্বতনের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে একের পর এক শীর্ষ সন্ত্রাসীরা জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামিনে বেরিয়ে আসা প্রায় সবাই কমপক্ষে ২২ বছর ধরে কারাবন্দি ছিলেন। খুন, চাঁদাবাজি, ভাঙচুর ও দখলবাজির অভিযোগে তাঁদের বিরুদ্ধেই সাত থেকে ১৫টি মামলা রয়েছে। এদিকে জামিনে থাকা অন্যরাও সহযোগীদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কারা ও আদালত সূত্র জানায়, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তত ছয়জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন হাজারীবাগ এলাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিলার আব্বাস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ঢাকার অপরাধজগতের আরো দুই সদস্য খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসু। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ গত মঙ্গলবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী ৯টি হত্যাসহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, ২০১৪ সাল থেকে সুইডেন আসলাম কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। তাঁর জামিনের কাগজপত্র এলে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতেই তাঁকে মুক্তি দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলার মধ্যে তেজগাঁও এলাকায় গালিব হত্যা মামলাও রয়েছে। ইমন গত ১৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এর আগে ১২ আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। পিচ্চি হেলালের বিরুদ্ধে রয়েছে চারটি হত্যা মামলাসহ আটটি মামলা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম রয়েছে ২ নম্বরে। গত ১২ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি জেল থেকে মুক্তি পান টিটন, পরদিন মুক্তি পান আব্বাস। রাজধানীর কাফরুল, কচুক্ষেত ও ইব্রাহিমপুর এলাকার আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলেন আব্বাস। তাঁর বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ ১০টি মামলা বিচারাধীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকাদের মধ্যে কারাবন্দি রয়েছেন মগবাজারের শীর্ষ সন্ত্রাসী আরমান, মোহাম্মদপুরের কামাল পাশা ও খিলগাঁওয়ের ফ্রিডম সোহেল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার অপরাধ জগৎ খোঁজ রাখেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জামিনের পর শীর্ষ সন্ত্রাসীরা ফের তাঁদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কেউ কেউ বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বর্তমান রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র অনুসন্ধানে জানা গেছে, পিচ্চি হেলালের ভাই এরই মধ্যে এলিফ্যান্ট রোডের একটি মার্কেট দখলে নিয়েছেন এবং হাতিরপুলের মোতালেব প্লাজা দখলের পাঁয়তারা করছেন। এলাকার চাঁদাবাজি নিয়ন্ত্রণের চেষ্টাও চালাচ্ছেন তিনি। </span></span></span></span></span></p>