<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ টি এম গোলাম মোস্তফাকে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক করতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপিপন্থী এক প্রকৌশলী। গত সাড়ে ১৫ বছর রাজত্ব করা আওয়ামীপন্থী বেশ কিছু প্রকৌশলী নেতাদের পুনর্বাসন চান বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। এ নিয়ে বিএনপিপন্থী প্রকৌশলীদের মধ্যে তৈরি হয়েছে টানাপড়েন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, এ ঘটনার প্রতিবাদ করায় বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফকে বেধড়ক পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে দিয়েছে গোলাম কিবরিয়া। এমনকি প্রকাশ্যে তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর মোহাম্মদ হানিফ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। গোলাম কিবরিয়ার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠনের আরো দুই নেতাকে গত ২৬ আগস্ট রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করেন তিনি। ভুক্তভোগী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মো. ফিরোজ এই ঘটনায় রমনা থানায় ভিন্ন আরেকটি অভিযোগ দায়ের করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম কিবরিয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিগত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ছিল তাঁর যোগসাজশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ডান হাত হিসেবে পরিচিত তিনি। দক্ষিণ সিটির বহিষ্কৃত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের অন্যতম সহযোগী তিনি। অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ মার্চ মহাসচিব বরাবর অভিযোগ দায়ের করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দুই নেতা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেশাজীবী পরিষদের আহ্বায়ক, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জে এম জাহিদ হোসেনকে লিখিত নির্দেশ দেন। অদৃশ্য কারণে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ রয়েছে, বিএনপিপন্থী প্রকৌশলীদের নেতা গোলাম কিবরিয়া আওয়ামী শাসনামলে সিটি করপোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় জোর করে দখলে নিয়েছেন বেশ কিছু জমি, প্লট ও ভবন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী বিএনপিপন্থী প্রকৌশলী মো. হানিফ কালের কণ্ঠকে জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোলাম কিবরিয়া গত সাড়ে ১৫ বছর আমাদের কমিটিতে থাকলেও সে ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আঁতাত করে বিপুল অর্থের মালিক হয়েছেন। আমাদের নেতাকর্মীরা জেল খেটেছে, আর সে অর্থ কামিয়েছে। আমাকে সে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। আমি দল ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে বিচার চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে বক্তব্য জানতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর সংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে ফোন করে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তাঁর কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।</span></span></p> <p style="text-align:left"> </p>