<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারের আশুলিয়ায় অবৈধ একটি বেকারি কারখানায় খামির তৈরির জন্য ব্যবহৃত ময়দা মিক্সচার মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত কাটা পড়ে ইমরান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে। গতকাল সোমবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি এলাকার মালা বেকারিতে এই ঘটনা ঘটে। ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকেই ইমরান বেকারিতে এসে ময়দা মিক্সচার মেশিনে কাজ শুরু করেন। এক পর্যায়ে অসাবধানতাবশত তাঁর একটি হাত মেশিনে আটকে যায় এবং ধীরে ধীরে মেশিনের ভেতরে চলে যায়। তিনি হাতটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।</span></span></span></span></span></p>