<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাহিদ আরো বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে তথ্য উপদেষ্টা বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানকার (বাংলাদেশ) সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এ নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই, বরং গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে তাদের বলা প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গত বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে নাহিদ সংখ্যালঘুদের পরিস্থিতি, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অন্যদিকে তথ্য উপদেষ্টা বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিস্টবিরোধী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি মুক্ত অঞ্চল ছিল বলে মন্তব্য করেন। গতকাল রাতে সমিতির নবনির্বাচিত কমিটির নেতা ও নতুন সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসে বক্তব্যে তিনি এ কথা বলেন।</span></span></span></span></p>