<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন-শৃঙ্খলাসহ প্রশাসনের সমন্বয়হীনতার কারণে ছিনতাই, চুরি ও ডাকাতি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল সোমবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল-পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিজভী বলেন, আজ চার-সাড়ে চার মাস হয়ে গেছে। এখন কেন ছিনতাইকারী বেড়ে যাবে? রাজধানীতেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৯ জন মানুষ মারা গেছে; কেন? দুই-তিন দিনের গণমাধ্যম দেখেন প্রতিটি জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। পাড়া-মহল্লায় ছিনতাই-চুরির প্রকোপ দেখা দিয়েছে। তাহলে কিভাবে প্রশাসন চলছে। এই পরিস্থিতি কেন আসবে? তার মানে প্রশাসনের সমন্বয় ঠিকমতো হচ্ছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে অনেক দাবার চাল দেবে মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সাবধান থাকার আহবান জানিয়েছেন রিজভী।</span></span></span></span></span></p>