<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খুলনার কয়রায় শিশু ও নারী শিক্ষার গুরুত্ব, সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি এবং এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় সচেতনতামূলক সভা হয়েছে। রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১০ টাকা প্রতীকী মূল্যে সবজি উপহার দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="সচেতনতাসভা" height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />কয়রা (খুলনা) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিশু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও নারী শিক্ষার গুরুত্ব, সম্মিলিত উদ্যোগ গ্রহণ, জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি এবং এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষায় সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এই সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ কয়রা উপজেলা শাখা। বসুন্ধরা শুভসংঘ কয়রা উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক এস এম খয়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলামিন ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক ও গবেষক আ ব ম আব্দুল মালেক, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, শিক্ষক অরুণ মণ্ডল, আবদুর সবুর, রণজিৎ মণ্ডল, শুভসংঘের সেলিম আহম্মেদ, নাইমুল রনি, তানিয়া সুলতানা, মফিজুল ইসলাম, সাইফুর রহমান, সাইদুল ইসলাম, খালিদ হোসেন, সুমন হোসেন, আবির হোসেন প্রমুখ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনাসভায় বক্তারা নিজেদের অভিমত তুলে ধরেন। তাঁরা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশেষত বাংলাদেশের মতো দেশে শিশু ও নারী শিক্ষার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। অপ্রতুল শিক্ষা অবকাঠামো,  সুযোগ-সুবিধার অভাব,  শিক্ষার ব্যয় বৃদ্ধি, দরিদ্রতার  কারণে উপকূলীয় এলাকার নারী ও শিশুরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যা উদ্বেগজনক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারাগঞ্জ (রংপুর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১০ টাকা প্রতীকী মূল্যে সবজি উপহার দেওয়া হয়েছে। গতকাল অসহায় কয়েকটি  পরিবারকে এই সুবিধা দেওয়া হয়। তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাবুর্চির কাজ করেন বিধান রায় (৩৫)। তাঁর পরিবারে মা-বাবা ও স্ত্রী-সন্তানসহ মোট সাত সদস্য রয়েছে। বাবুর্চির কাজ এক দিন থাকে তো পাঁচ দিন থাকে না। খুব কষ্ট করে দিন কাটছে তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনি। কাজ না থাকলে না খেয়ে থাকতে হয়। তিনি বলেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুই গরিব মানুষ। খেয়া না খেয়া কোনো রকম পরিবারোত এতগুলা মানুষ নিয়া বাঁচি আচুং। বাড়িত মোর বয়স্ক মা ও বাপ আছে। ওমার ওষুধপাতি কিনা, মোর ছোয়াগুলাক লেখাপড়া করানো, সংসার চলা, সউগ নিয়া কষ্টে মোর জীবন কাটেছে। বসুন্ধরা গ্রুপ আইজ মোক যে এক ব্যাগ সবজি দেইল মোর খুব উপকার হইল। এইলা সবজি দিয়া মোর বাড়ির লোকজন তিন-চার দিন ভাত খাবার পাইবে। করোনার সময়তেও মোক বসুন্ধরা গ্রুপ খাবার দিছলো।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে ষাটোর্ধ্ব ভ্যানচালক কাল্টু মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুব ভালো লাগছে বসুন্ধরার উপহারের সবজি পেয়ে। আমি সারা দিন পায়ে টেনে ভ্যান চালাই। সে রকম কামাই হয় না। সবাই এখন ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. মোস্তাফিজার রহমান ফিজার, উপদেষ্টা হরলাল রায়, উপদেষ্টা সুজন বাবু, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সদস্য বিশ্বজিৎ রায়, সত্যজিৎ রায়, পলাশ রায়, শরিফুল ইসলাম প্রমুখ।</span></span></span></span></p>