<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে বিআরএস রেকর্ডের জন্য জমি জরিপ করতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন দিয়ারা সেটলমেন্ট অপারেশনের ১০ সার্ভেয়ার। গতকাল দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) মোড়ে তাঁদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। ওই চরে ওই সার্ভেয়াররা আর কখনো জরিপে যাবেন না বলেও মুচলেকা নেওয়া হয়। জানতে চাইলে ইউএনও আবুল হায়াত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরের মানুষ যে জরিপের ব্যাপারে এত ক্ষুব্ধ তা জানতাম না। জনগণ যেহেতু চায় না, এই জরিপ হবে না। ঢাকায় এটা জানিয়ে দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>