<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটকে সামনে রেখে রাজধানীতে বারগুলোতে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছাড়াও ১৫০টি বৈধ মদের বারে অভিযান চালানো হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি নিয়ন্ত্রণে তালিকাভুক্ত অন্তত ৩২৭ স্পটের ওপর নজরদারি বাড়িয়েছে সংস্থাটি। এ ছাড়া পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকেই চলতি মাসে মাদক নিয়ন্ত্রণে আরো বড় ধরনের অভিযানের তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি-ঢাকা মেট্রো দক্ষিণ) মানজারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, দুটি বিশেষ দিবসকে সামনে রেখে মাদকের বিস্তার আরো বাড়তে পারে বলে তথ্য আছে। তাই চলতি মাসে মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হবে। বিশেষ করে ঢাকায় অভিযান বাড়ানো হবে। এরই মধ্যে তথ্য সংগ্রহ করতে পরিদর্শক লেভেলের দায়িত্ব দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানজারুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি মাসে বৈধ মদের বারেও আমরা অভিযান চালাব। সেই সঙ্গে মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকায় বিক্রি হওয়া ইয়াবাসহ অন্য মাদক নিয়ন্ত্রণেও অভিযান চালানো হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএনসি সূত্র বলছে, মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাতে এরই মধ্যে ঢাকা মেট্রো উত্তর এবং দক্ষিণ, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ও ঢাকা জেলার সমন্বয়ে বিশেষ সাতটি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমকে আগামী ২৪ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় অতিরিক্ত পরিচালক গোয়েন্দা এবং অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বিশেষ নির্দেশনা দেবেন। পরবর্তী সময়ে প্রতিটি টিম ডিএনসির প্রধান কার্যালয়ের অপারেশনস শাখায় স্থাপিত কন্ট্রোলরুমে নিয়মিত অভিযানের আপডেট দেবেন। এই প্রতিবেদকের হাতে অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্তে একটি নির্দেশনা রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩২৭ স্পটে মাদক বিক্রি </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার ৩২৭টি স্পটে খুচরা মাদক বিক্রির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবুজবাগ ওহাব কলোনি, কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও পল্লবী বিহারী ক্যাম্প, হাতিরঝিল রামপুরা ব্রিজসংলগ্ন এলাকা, মগবাজার ও তেজগাঁও রেলস্টেশনসংলগ্ন এলাকা, ঢাকা মেডিক্যাল কলেজের আশপাশ এলাকা, কমলাপুর রেলস্টেশনসংলগ্ন এলাকাসহ আরো কয়েকটি স্পটে সন্ধ্যার পর অনেকটা প্রকাশ্যে মাদক বিক্রির চিত্র দেখা গেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদকের হোম ডেলিভারি </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত চার মাসে এসব স্পট থেকে শতাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, বর্তমানে সীমান্ত দিয়ে নতুন রুটে মাদক আসছে। এসব মাদক ঢাকায় বেশি বিক্রি হয়। এখন বাসাবাড়িতে মাদক পৌঁছে দিচ্ছে কারবারিরা। সম্প্রতি এ রকম একটি চক্রের তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় ভাসমান মাদক বিক্রেতা বেশি</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকায় ভাসমান মাদক বিক্রি বেড়েছে জানিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঢাকার তিন শতাদিক স্পটের পাশাপাশি সারা দেশেই জেলা-উপজেলা সদরের বিভিন্ন গলিতে ও বাসাবাড়িতেও মাদক বিক্রি হচ্ছে। গ্রামের  বাজার, রেলস্টেশনের আশপাশ এলাকায়ও দিনরাত মাদক বিক্রি হয়। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদক কিনছে তাদের কাছ থেকে। তবে মাদক কেনা-বেচা বন্ধ করতে আলাদা টিম করে সারা দেশে অভিযান  চলছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রো- উত্তর) শামীম আহমেদ বলেন, মাদক নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যেও যারা মাদক কারবার করছে তাদের ধরতে চেষ্টা চলছে। গত চার মাসে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কয়েক শ মাদক কারবারিকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">থানা পুলিশ যা বলছে</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর একাধিক থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি এলাকায়ই একাধিক স্পট রয়েছে। সরকার পরিবর্তনের পরপরই পুলিশি কর্মকাণ্ড কিছুটা কম থাকায় মাদক কারবার বাড়তে শুরু করে। তবে এখন তারা অভিযান বাড়িয়েছে। টহল জোরদার করা হয়েছে সন্দেহভাজন স্পটগুলোতে। নিয়মিত নজরদাবি চলছে এসব স্পটে।</span></span></span></span></span></p>