<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাহফিলের মঞ্চ থেকে গ্রেপ্তার করতে গেলে পালিয়ে যান আলোচিত ইসলামী বক্তা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরী। গত শনিবার রাতে চর ইসলামপুরের নজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাহেরীর ভক্তরা। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই মো. ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসীন কবির ও মো. শওকত আহত হন। পুলিশ রাতেই ছয়জনকে গ্রেপ্তার করে। গতকাল রবিবার এ ঘটনায় তাহেরীসহ অন্যদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়।   </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদেক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে আহলে সুন্নত তরুণ ওলামা পরিষদ। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ-সমাবেশ হয়।   </span></span></span></span></p>