<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও জাহাজশিল্পসহ মেরিটাইম সেক্টরে বিদেশিদের বিনিয়োগের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার রাজধানীর সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে শিপিং রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নৌ পরিবহন উপদেষ্টা বলেন, মেরিটাইম সেক্টরের উন্নয়নে এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ডকইয়ার্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নৌপথে যাত্রী ও মালপত্র বহনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। সাখাওয়াত হোসেন বলেন, বিগত ৫৩ বছরে দেশের বন্দরগুলো কিভাবে কার্যক্রম পরিচালনা করবে, কোন কোন বন্দর কোন কোন কাজ করবে সে বিষয়ে জাতীয় কোনো কৌশলপত্র প্রণয়ন করা হয়নি। বন্দরগুলোর কার্যক্রম সমন্বিতভাবে গতিশীল করার লক্ষ্যে ন্যাশনাল পোর্টস স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক এই কার্যক্রমে মন্ত্রণালয়কে সহযোগিতা করছে।</span></span></span></span></span></p>