<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যাত্রী বাড়ার কারণে চাহিদা মতো গুরুত্ব্বপূর্ণ যাত্রীবহুল মেট্রো স্টেশনগুলোতে সিঙ্গেল জার্নি টিকিট ইস্যু করতে অনেক সময় লাগছে। এ ছাড়া সিঙ্গেল জার্নি টিকিট নির্দিষ্ট স্লটে জমা না পাওয়ায় এবং যৌক্তিক কারণে বেশ কিছু টিকিটের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানে দ্রুত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া বিকল্প পদ্ধতি কিউআর কোড চালুর মাধ্যমে মেট্রো রেলে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে গত মঙ্গলবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশেষ ঘোষণায় বলা হয়েছে, শিগগির পরিস্থিতির উন্নতি হবে।</span></span></span></span></span></p>