<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত বিভিন্ন সেবায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের পর এনআইডি সংশোধনকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের একটি চক্রের দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকায় অভিযান পরিচালনার পর সাংবাদিকদের এমন তথ্য জানান দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। সম্প্রতি বিভিন্ন সরকারি সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করছে দুদক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসিফ আল মাহমুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনআইডি সেবাকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক কাজ করছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যের একটি টিম ইসি সচিবালয়ে অভিযান করেছি। সেবাপ্রার্থী হিসেবে নির্বাচন ভবনের বাইরে কম্পিউটারের দোকানগুলোতে অনুসন্ধান শেষে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। কম্পিউটারের দোকান, আনসার, দালাল, পুলিশ সদস্য থেকে শুরু করে কমিশনের কর্মকর্তারাও জড়িত রয়েছেন। প্রাথমিকভাবে যারা কাজ করেন, তাদের চিহ্নিত করেছি; দুজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযান শেষে দুদকের প্রতিনিধিদল নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপিত এনআইডি শাখা থেকে তথ্য সংগ্রহ করে। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক শেষে আসিফ আল মাহমুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনআইডি সেবা নিয়ে সমস্যা রয়েছে। এরই মধ্যে তথ্য সংগ্রহ করেছি। এসব সমাধানে এনআইডি মহাপরিচালক একটি ক্রাশ প্রগ্রাম পরিচালনা করতে যাচ্ছেন। পরে এ নিয়ে কথা বলতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসি সূত্রে জানা গেছে, এক ব্যক্তির একাধিক এনআইডি দিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঋণ নেওয়া এবং নাম পরিবর্তন করে আসামি বা ঋণখেলাপির বিদেশে পালিয়ে যাওয়া ইত্যাদি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রতিনিধিদল তথ্য জানতে চেয়েছে। এ ছাড়া তারা ইসির এনআইডি সেবাসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চায়; দুর্নীতি এড়াতে এনআইডি অনুবিভাগ কী ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিচ্ছে, সে সম্পর্কেও জানতে চায়।</span></span></span></span></p> <p> </p>