<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করেছেন। কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমণ্ডি ও ফার্মগেটের দিক থেকে বিমানযাত্রী বহনকারী যানবাহন বিমানের টিকিট দেখিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করতে সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে যেতে পারবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সকেও একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে।</span></span></span></span></p>