<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বিমানবন্দর থানার কাওলা থেকে গতকাল ভোরে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল এ তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টিলের ফুট ওভারব্রিজের নিচে পাকা রাস্তায় পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়। গুলিগুলো গত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষের মধ্যে থানা থেকে লুট করা কি না তার তদন্ত চলছে।</span></span></span></span></p> <p> </p>