<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতাচ্যুত সরকারের সাবেক দুই মন্ত্রী, এক এমপি ও সাবেক এক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রভাবশালী আমলাসহ আটজনের বিরুদ্ধে পৃথক আটটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাগুলো করা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির দলীয় পরিচয়ে মামলা করা হয়নি। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই মামলাগুলো করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শিগগিরই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ছয় কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকের ১৫টি হিসাবে মোট ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সাত কোটি ৬৪ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ দখলে রাখার এবং নিজ নামে ২৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৩ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা লেনদেনের অভিযোগে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  অন্যদিকে তিন কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও নিজ দখলে রাখা এবং ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৩৯৮ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মহিববুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫৭ কোটি ১৩ লাখ সাত হাজার ২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৫টি ব্যাংক হিসাবে দুই হাজার দুই কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকার এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে স্ত্রীর অপরাধলব্ধ অর্থ পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে জ্ঞাত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ২১৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে জান্নাত আরা হেনরীর স্বামী মো. শামীম তালুকদারের (লাবু) বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়েছে।  সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নন-সাবমিশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামলা করা হয়েছে। সম্পদ বিবরণী নোটিশ জারির পরও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলাগুলো করা হয়েছে।</span></span></span></span></span></p>