<p>রাজধানীর পল্টন এলাকায় গতকাল রবিবার দুপুরে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে এক গৃহকর্মী নিহত হয়েছে। তাকে কেউ ফেলে দিয়ে হত্যা করেছে না অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, সেটির তদন্ত চলছে।</p> <p>নিহত গৃহকর্মীর নাম মোছা. লিমা (১৬)। তার বাড়ি ময়মনসিংহে। বাবার নাম মো. নয়ন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।</p> <p>জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান বলেন, গতকাল রবিবার দুপুরে পল্টন এলাকার ১৪ তলা ভবন থেকে নিচে পড়ে ওই গৃহকর্মী মারা যায়।</p> <p> </p>