<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শীতে কাঁপছে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষ। অসহায় মানুষদের একটু উঞ্চতা দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সংগঠনটির রংপুর মহানগর শাখার উদ্যোগে সিটি করপোরেশনের ১৯, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে শীতবন্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে নগরীর জুম্মাপাড়া আল হেরা ইনস্টিটিউট মাঠে শতাধিক মানুষের মধ্যে শীতবন্ত্র বিতরণ করা হয়। কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ মিয়া। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার-মিডিয়া বিষয়ক সম্কাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ।</span></span></span></span></p>