<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বরাবর সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে ছাত্ররাজনীতির সমস্যা সমাধানে ডাকসুর গুরুত্ব, ডাকসু নিয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব নিয়ে হতাশা এবং দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি পেশ করেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। যেটি তুলে আনার একমাত্র উপায় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন। ফলে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও ডাকসুর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশাসনের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে শিক্ষার্থীরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছুদিন আগে একটি কমিশন গঠন করা হলেও কমিটির সুপারিশমালা অনুযায়ী কোনো ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, এ ব্যাপারে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>