<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যাচেষ্টা মামলায় অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দারকে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত বলরাম পোদ্দারের রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। মো. শাকিব নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানায় করা মামলায় গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>