<p>‘দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশের মিডিয়া আমার দেশ নিয়ে অতিরঞ্জিত করে সংবাদ উপস্থাপন করছে। সীমান্তে রক্ত ঝরছে। আমরা এই রক্ত চাই না। আমরা ভারতের কাছে কৃতজ্ঞ; তারা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। কিন্তু আমরা বন্ধুত্ব চাই সাম্য, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। আমরা সীমান্তে কোনো ফেলানির লাশ দেখতে চাই না।’</p> <p>গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম একটি আবেগের জায়গা। আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এখান থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।</p> <p>ক্বণন সভাপতি ও আবৃত্তিশিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের সভাপতিত্বে এবং ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তিশিল্পী শরীফ মাহমুদ ও শুভ্রা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, কলকাতার খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক শাশ্বতী গুহ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব এবং আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। স্বাগত বক্তব্য দেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য সৌভিক চৌধুরী।</p> <p>অনুষ্ঠানে কবি হাসান হাফিজ, জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, কলকাতার আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক শাশ্বতী গুহ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচিকে বিশেষ সম্মাননা<br /> দেওয়া হয়।</p> <p> </p> <p><strong>‘মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেয়’</strong></p> <p>জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, ‘জাতীয় সংকট আমাদের আছে। ষড়যন্ত্র হচ্ছে, আরো অনেক ষড়যন্ত্র হবে। আমরা মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দিই। আমরা যেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা না করি। আমরা রাজনৈতিক দলগুলোর সংস্কার চাই, পরির্বতন চাই।’ গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাঁকেসহ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সংবর্ধনাসভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব।</p> <p>জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন স্বপ্ন দেখছি আমরা। নতুন করে সাংবাদিকতাকে আবার বাংলাদেশে স্টাবলিশ করার জন্য স্বপ্ন দেখছি।’</p> <p>চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান ও মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিকরা<br /> উপস্থিত ছিলেন।</p> <p> </p>