<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পে ফের ৪৩৯ কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে মেয়াদ বাড়ছে আরো দুই বছর। আজ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই আয়রন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্রিজ পুনর্নির্মাণসহ ১০ প্রকল্প তোলা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে চার হাজার ৪০১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন তিন হাজার ৯০৬ কোটি টাকা, প্রকল্প ঋণ ৮৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি টাকা। এ ছাড়া পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত আরো ৯টি প্রকল্প সভায় অবহিত করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকল্প শেষ না হওয়ায় ব্যয় বৃদ্ধি : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একনেকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনুমোদন পেতে যাওয়া দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ প্রকল্পটির মূল ব্যয় ছিল এক হাজার ৮৩৫ কোটি ৭০ লাখ টাকা। সেখান থেকে প্রথম দফায় ৪৯৮ কোটি টাকা ব্যয় বেড়ে দাঁড়ায় দুই হাজার ৩৩৪ কোটি টাকা। সেই সঙ্গে এক বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়। নির্ধারিত মেয়াদে শেষ হলেও প্রকল্পটি শেষ না হওয়ায় ফের ৪৩৯ কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে। মেয়াদ বাড়ছে আরো দুই বছর। অনুমোদন পেলে প্রকল্পটি দুই হাজার ৭৭৩ কোটি টাকা ব্যয়ে জুনে ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ততর।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুমোদন পেতে যাওয়া অন্যান্য প্রকল্প : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একনেকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অনুমোদন পেতে যাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে ৪৩৭ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্প এবং এক হাজার ৫৩৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প। ১৬৯ কোটি টাকা ব্যয় বাড়বে মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (প্রথম সংশোধিত) প্রকল্পে। ১১৩ কোটি টাকা ব্যয় বাড়বে এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রিটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পে। ২২৩ কোটি টাকা ব্যয় বাড়বে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পে, ২৬৫ কোটি টাকা ব্যয়ের ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়), ৪৯৯ কোটি টাকা ব্যয়ের সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ৬৪৬ কোটি টাকা ব্যয়ের ডুপিটিলা-১ ও কৈলাসটিলা-৯ নং কূপ (অনুসন্ধান কূপ) খনন প্রকল্প ও ৬৮ কোটি টাকা ব্যয়ে নেপালে-বাংলাদেশ বুদ্ধিস্ট মোনাস্টেরি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুমোদিত ৯ প্রকল্প অবহিত করা হবে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাড়া সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত ৯টি প্রকল্প অবহিত করা হবে। সেগুলো হলো রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স বিভাগীয় কমিশনার ও ডিআইজির বাংলো নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প, সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (প্রথম সংশোধন), পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জ জেলার লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত), বাংলাদেশের সোনালি ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (দ্বিতীয় পর্যায়) ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। </span></span></span></span></span></p>