ফুরফুরা শরিফের পীর মওলানা শাহ সুফি নাজমুস সায়াদাত সিদ্দিকী (ন’হুজুর) পীর কেবলার (রহ.) ৪৪তম ওফাত দিবস পালিত হয়েছে। গতকাল ধর্মীয় ভাব-গাম্ভির্যের সঙ্গে দুই বাংলায় মৃত্যুবার্ষিকী পালন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জমিয়তে জাকেরিনের পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়। ফুরফুরা দরবার শরিফ ছাড়াও ঝিনাইদহ শহরের আব্বাস উদ্দীন (রহ.) সড়কে ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরিফ, ঢাকার ট্রফিক্যাল হাইওয়ে হোমস ও খুলনা শহরে সন্ধ্যায় সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।