<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ের হাতে বাবার ছবি। যা দেখে চিৎকার করে হৃদয়ভাঙা কান্নার আওয়াজ। যে বাবা হারিয়ে গেছে অনেক দূরে। বাবাকে আর ছুঁয়ে দেখা হবে না ছোট্ট আরিয়ানা কাজী নুজারাহর। বিষয়টি বুঝতে না পারা শিশুটি শুধু এতটুকুই বোঝে বাবা জান্নাতে গেছেন, আবার ফিরবেন! গতকাল বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নাজমুল কাজীর পরিবারের হাতে বসুন্ধরা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় এমন হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শহীদ নাজমুলের পরিবারের হাতে সহায়তার তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাই, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপস্থিত অতিথিরা বলেন, যে সাহসিকতা ও আত্মত্যাগের সঙ্গে নাজমুল কাজী দেশমাতার জন্য জীবন দিয়েছেন, তা চিরদিন স্মরণীয় থাকবে। শহীদ পরিবারটির পাশে বসুন্ধরা ফাউন্ডেশনের থাকা দেশপ্রেম ও কৃতজ্ঞতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী বীরদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। শহীদ নাজমুল কাজীর পরিবারের প্রতি আর্থিক সহায়তা প্রদান করে তারা প্রমাণ করেছে, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গকারী বীরদের আত্মত্যাগ কখনোই ভুলে যাওয়া যায় না। নাজমুলের স্ত্রী মারিয়া সুলতানা ও আড়াই বছরের কন্যা আরিয়ানা কাজী নুজারাহর জীবনে বসুন্ধরা ফাউন্ডেশনের এই উদ্যোগ নতুন আশা দেখিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাই জানান, বসুন্ধরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত। তাদের লক্ষ্য, দেশের উন্নয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের জন্য আত্মত্যাগকারীদের প্রতি সম্মান জানাতে আমরা সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা আবেগতাড়িত কণ্ঠে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার স্বামী আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। বসুন্ধরা ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে, তার আত্মত্যাগ জাতি ভুলে যায়নি। এই সহায়তা আমাদের নতুন করে বাঁচার শক্তি ও সাহস দিচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ের কথা বলার সময় ছোট্ট আরিয়ানা মোবাইলে বাবার ছবি দেখে বারবার কান্না করছিল। তার নিষ্পাপ চাহনি যেন জানিয়ে দিচ্ছিল, এই সহায়তা তার ভবিষ্যৎ গড়ার পথে বড় ভূমিকা রাখবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজমুলের স্ত্রী মারিয়া জানান, ১৮ জুলাই মোহাম্মদবাগের বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি দোকান থেকে কিছু পানির বোতল ও শুকনা খাবার নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করেন নাজমুল। এতে ক্ষিপ্ত হয়ে সেখানে থাকা অস্ত্রধারীরা তাঁকে ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে তিনি (নাজমুলের স্ত্রী মারিয়া) খবর পেয়ে ঢাকা মেডিক্যালে পৌঁছান। সেখানে গিয়ে এক সারিতে পাঁচজনের লাশ দেখতে পান। এর মধ্যে একজন তাঁর স্বামী নাজমুল কাজী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, নাজমুলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে। বাবা সেলিম কাজী ও মায়ের নাম নাজমা বেগম। গত চার-পাঁচ বছর ঢাকার রায়েরবাগের মোহাম্মদবাগ এলাকায় কাপড়ের কেমিক্যালের ব্যবসা করতেন নাজমুল।</span></span></span></span></span></p>