<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুল্যান্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে নারী-শিশুসহ একই পরিবারের চারজন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস ও অ্যাম্বুল্যান্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম এ তথ্য জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসচালক জহিরুল ইসলাম ও গাজীপুরের কোনাবাড়ী থেকে অ্যাম্বুল্যান্সচালক জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সুতী লাঙ্গলজোরা গ্রামের বাসিন্দা ও অ্যাম্বুল্যান্সচালক জাহিদ হাসান (২১) এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার চাওলিয়া গ্রামের বাসিন্দা ও বাসচালক মো. জহিরুল ইসলাম (৪৮)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানিয়েছে, গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল থেকে ছেলে মুহায়মিন সিদ্দিকী ফুয়াদকে নিয়ে চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সে করে রাজধানী ঢাকায় আসছিলেন ফারুক হোসেন সিদ্দিকী ও মহসিনা সিদ্দিকী দম্পতি। সঙ্গে ছিলেন মহসিনার বড় বোন মাহফুজা বেগম। তাঁদের বহনকারী অ্যাম্বুল্যান্সটি সাভারে পৌঁছালে দুটি বাস ধাক্কা দিলে অ্যাম্বুল্যান্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুল্যান্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।</span></span></span></span></span></p>