সরকারের মালিকানায় থাকা জুট ও টেক্সটাইল মিলস ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
গতকাল সোমবার দুপুরে খুলনায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল করপোরেশনের দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, দেশে বিদ্যমান সব পাটকল চালু রাখতে বছরে প্রায় ৪০ লাখ টন পাটের প্রয়োজন। কিন্তু দেশে পাটের উৎপাদন কেবল ১২ লাখ টন।